skip to Main Content

ফিচার I ইনারওয়্যার

শরীর ও সময়ের মিলিত চাহিদা মেনে চলতি শতাব্দীতেই বিভিন্ন ব্র্যান্ড তৈরি করছে নানা ধরনের অন্তর্বাস। এগুলোর কোনো কোনোটিতে প্রযুক্তির সংযোজনও ঘটানো হয়েছে

চলতি শতাব্দীর শুরুর দিকে টেলিভিশন খুললেই দেখা যেত স্কাই শপের টিভিসি। দেখা যেত ‘এয়ার ব্রা’র বিজ্ঞাপন। খুব অদ্ভুত শোনাত যখন বলা হতো যে বিজ্ঞানীদের অনেক দিনের গবেষণার ফল এই ঝামেলামুক্ত, আরামদায়ক অন্তর্বাস। এই ধরনের বিজ্ঞাপন কি ক্রেতা আকর্ষণের কারসাজি? পরবর্তীকালে দেখা গেল, এয়ার ব্রা নারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ব্রাকে ইনোভেটিভ ইনারওয়্যার বলা যেতেই পারে। তখন এই কনসেপ্টটা ছিল নতুন, তবে কয়েক বছর ধরে এর জনপ্রিয়তা বেড়েছে। এই ইনারওয়্যারগুলো যেমন আরামদায়ক তেমন স্টাইলিশ। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। স্মার্ট টেকনোলজি। বডিশেপ ঠিক রাখার পাশাপাশি শরীরের খবরাখবর জানাতেও সক্ষম। আরও আছে সব শেপ ও শেডের নারীর জন্য ইনক্লুসিভ ইনারওয়্যার।
সোয়েট অ্যাবজরবিং ব্রা
গরমের দিনে ব্রা পরে বাইরে বের হলে বুকের আশপাশে জমে থাকা ঘামে অস্বস্তিবোধ হবেই। কেমন হতো তা, যদি এমন কোনো অন্তর্বাস থাকত, যা ঘাম হওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাজিকের মতো শুষে নিয়ে দেবে সারা দিনের জন্য ফ্রেশ অনুভূতি! এই অন্তর্বাস নারীর সেই আকাক্সক্ষা পূরণ করেছে। এ ধরনের ব্রার সেলফ কুলিং টেকনোলজি ঘাম চটজলদি শুষে নেয়। এগুলোতে বেশি ব্যবহার করা হয় উইক অ্যাওয়ে ময়শ্চার ম্যাটেরিয়াল, যার আছে ঘাম কমানোর জাদুকরি ক্ষমতা। এ ছাড়া ব্যবহৃত হয় ৯০% থেকে ৯৫% অরগানিক কটন ও লিনেন ফ্যাব্রিক। বোঝাই যাচ্ছে, ব্রাগুলো একই সঙ্গে আরামদায়ক ও পরিবেশবান্ধব।
অ্যান্টিমাইক্রোবিয়াল আন্ডারওয়্যার
আন্ডারওয়্যারের ক্ষেত্রে কমফোর্টের পাশাপাশি হাইজিনের কথা ভাবা ভালো। স্বস্তি আর সুরক্ষার জন্য এখন অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিমাইক্রোবিয়াল পেন্টির খুব চাহিদা। এ ধরনের পরিধেয় তৈরিতে ব্যবহার করা হয় হেম্প ফ্যাব্রিক, যা প্রাকৃতিকভাবেই অ্যান্টিব্যাকটেরিয়াল। তা ছাড়া এগুলো ইউভি প্রটেক্টিভ। আবার কিছু আন্ডারওয়্যার অ্যান্টিব্যাকটেরিয়াল করতে অরগানিক কটনের সঙ্গে তাতে ব্যবহার করা হয় সিলভার। মহিলাদের খুব সাধারণ একটি সমস্যা হচ্ছে ইস্ট ইনফেকশন, যা কখনো কখনো খুব মারাত্মক আকার ধারণ করতে পারে। এ ধরনের পেন্টি বা আন্ডারওয়্যার ব্যবহার করলে ইস্ট ইনফেকশনের ঝুঁকি থাকে না।
স্মার্ট ব্রা
এটি শুধু বুকের শেপই ঠিক রাখে না, পাশাপাশি ওয়েলনেস কোচ হিসেবেও কাজ করে। এতে সংযোজিত সেন্সর সিস্টেম জানিয়ে দেয় ব্রিদিং, পশ্চার ও হার্ট রেট। শরীরে কোনো ভারসাম্যহীনতা দেখা দিলে সেটিও জানিয়ে দেবে এই ব্রার সেন্সর সিস্টেম। এ ছাড়া কিছু স্মার্ট ব্রা আছে, যা পোস্ট ম্যাস্টেকটমি হিলিংয়ের জন্য খুব ভালো সহায়ক হিসেবে কাজ করে। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে ব্রেস্ট ক্যানসার ডিটেকটিং ব্রা। এই ব্রার বায়োসেন্সর প্রযুক্তি শুধু ব্রেস্টেরই নয়, সমস্ত শরীরের কোনো ধরনের অস্বাভাবিক পরিবর্তন ধরে ফেলতে পারবে। তাপমাত্রা, টেক্সার এমনকি শরীরের রঙের পরিবর্তনও। ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক পর্যায় খুব সহজেই শনাক্ত করতে পারে এই ব্রা।
ইনক্লুসিভ বডি পজিটিভ লঞ্জারি
এ ধরনের লঞ্জারিগুলো সবদিক দিয়েই ‘ইনক্লুসিভ’। সব স্কিন টোন এবং সব সাইজের জন্যই এই লঞ্জারিগুলো। আগে পৃথুলাদের ব্রা-পেন্টি খুব দুর্লভ ছিল। কিন্তু কয়েক বছর ধরে কিছু ব্র্যান্ড বডি ডাইভারসিটির ওপর জোর দিয়ে বাজারে এনেছে বডি পজিটিভ লঞ্জারি। নানা ডিজাইনের স্টাইলিশ এই পরিধেয় সব বডি সাইজেরই হয়ে থাকে। রঙের ক্ষেত্রেও সব শেডের ‘ন্যুড’ ব্রাও বেশ জনপ্রিয় এখন।
এখন ইনোভেটিভ ইনারওয়্যারের চাহিদা অনেক বেশি। কিছু ব্র্যান্ড আছে যারা এই চাহিদা কাজে লাগিয়ে বেশ ভালো ব্যবসা করছে। এর মধ্যে এগিয়ে ওয়ামা ও নিক্সওয়্যারের আন্ডারওয়্যার। ওয়ামার হেম্প আন্ডারওয়্যার একই সঙ্গে ইউভি প্রোটেক্টিভ এবং প্রাকৃতিকভাবেই অ্যান্টিমাইক্রোবিয়াল। এর কাপড় তৈরি হয়েছে হেম্প, অরগানিক কটন ও স্প্যান্ডেক্সের সমন্বয়ে। অন্যদিকে নিক্সওয়্যারের স্টাইলিশ পেন্টিগুলো একই সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল, পিরিয়ড স্টেইন ও দুর্গন্ধরোধী। ভিটালির স্মার্ট ব্রা ও ইভা ক্যানসার ডিটেকটিং ব্রা বেশ নাম করেছে। যদিও দামটা একটু বেশি। ইনক্লুসিভ বডি পজিটিভ লঞ্জারি ব্র্যান্ডের ভেতর এগিয়ে এভলিন ও ববি ব্র্যান্ড, শ্যাভেজ এক্স ফেন্টি, এয়ারি ইত্যাদি।

 ফাহমিদা শিকদার
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top