skip to Main Content

বিউটি বক্স

কামিনোমোটোর কুহুক

চুল দ্রুত বড় করতে চান! ব্যবহার করতে পারেন কামিনোমোটো হেয়ার গ্রোথ এক্সেলেটর। বহুমুখী গুণে সমৃদ্ধ এ টনিক মাথার ত্বকের রক্তসঞ্চালন বাড়ায়। ফলে কার্যকারিতা বাড়ে স্ক্যাল্পের। গোড়া মজবুত হয়। চুল পড়া কমে। নতুন চুল উৎপাদনের হার ত্বরান্বিত হয়। চুল দেখায় ঘন। এতে থাকা জীবাণুরোধী উপাদান স্ক্যাল্পের খুশকি দূর করে। সারায় ব্যাকটেরিয়াসহ নানা সমস্যা। সহনীয় রাখে সেবামের উৎপাদন। স্টিকি এ টনিক দিনে দুবার করে মাখতে হয় পুরো স্ক্যাল্পে। নিয়মিত ব্যবহারে চুল হয়ে ওঠে আরও মজবুত, উজ্জ্বল ও সুন্দর। এর দাম ২০০০ টাকা।

বোল্ড অ্যান্ড বুলেটপ্রুফ
নিকা কে নিউইয়র্কের ভিভিড ম্যাট লিপস্টিক মিলছে দেশের বাজারে। দারুণ পিগমেন্টেড হওয়ায় নিমেষেই ঠোঁটে ফুল কাভারেজ দেয় লিপস্টিকগুলো। দেয় ট্রেন্ডি মডার্ন, ম্যাট ফিনিশ। যা দিনভর ঠোঁটে টিকে থাকে। ক্রিমি টেক্সচারে তৈরি হয় বলে কোনো ধরনের অস্বস্তি হতে দেয় না। মোট ২১টি শেডে মিলবে এ লিপস্টিক। রঙগুলোও মনকাড়া। এই তালিকায় আছে সাঙরিয়াসহ রেড, গ্রিন, ব্লু আর পিঙ্কের চোখধাঁধানো সব শেড। দাম ৪০০ টাকা।

সোয়েপ্ট অ্যাওয়ে

শুধু কি ধুলা-ময়লা আর তেল! ত্বকের গভীরে জমে থাকা প্রতিদিনকার দূষণ দূর করার জন্য এসে গেছে সহজ সমাধান। বিউটি ব্র্যান্ড ইমবিউ নিয়ে এসেছে তাদের সফট অ্যাওয়ে ফেসওয়াশ। এতে আছে গ্রিন টির নির্যাস। যা ত্বককে পরিশুদ্ধ করবে পরিপূর্ণভাবে। সেই সঙ্গে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের লোমকূপগুলো দ্রুততার সঙ্গে পরিষ্কার করে। করে ম্যাটিফাই। তাই এর নিয়মিত ব্যবহারে ত্বক দেখায় সতেজ, উজ্জ্বল ও আর্দ্র। ব্লেমিশপ্রোন স্কিনের জন্য দারুণ ব্যবহার-উপযোগী এ ফেশওয়াশের দাম ভ্যাট ছাড়া ১০৫০ টাকা।

মাত্র মিনিটেই
সুপার শাইন নেইলপলিশপ্রেমীদের জন্য সুখবর। রিমেল লন্ডনের রিটা ওরা কালেকশনের এ নেইলপলিশগুলো মাত্র মিনিটেই দেবে দারুণ উজ্জ্বল নখরঙ। তৈরি করা হয়েছে নতুন এবং ইমপ্রুভড ফর্মুলায়। চিপ রেজিসটেন্ট এবং এন্টি ফেড হওয়ায় নখে এগুলো টিকে থাকে দীর্ঘ সময়। প্রায় দশ দিন। এর ম্যাক্সি ব্রাশ নখে পলিশ ছড়িয়ে দেয় সহজে। নিখুঁত ও সুন্দরভাবে। দেয় একদম প্রফেশনাল ফিনিশ। কুইক ড্রায়িং ফর্মুলায় তৈরি বলে ৬০ সেকেন্ডেই নখে শুকিয়ে যায়। প্রায় আঠারোটি ভিন্ন ভিন্ন শেড রয়েছে এগুলোর। দাম ২০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top