skip to Main Content

ব্লগার’স ডায়েরি I পাঞ্জাবি

পুরুষদের জন্য এই অঞ্চলে উৎসবের পোশাক হিসেবে পাঞ্জাবি অনেকটাই অত্যাবশ্যকীয়। পারিবারিক, সামাজিক কিংবা ধর্মীয় উৎসবে পোশাকটি সবচেয়ে জনপ্রিয়। পাঞ্জাবির ফ্যাশনে দেখা যায় বৈচিত্র্য। তবে পোশাকটির প্রসঙ্গ উঠলে একই ধরনের চিত্র আমাদের মাথায় আসে। তা হলো সাদা, কালো বা বিভিন্ন রঙের পাঞ্জাবি, সঙ্গে সাদা পায়জামা বা প্যান্ট এবং এক জোড়া স্লিপার। অনেকে আবার পাঞ্জাবির বৈচিত্র্যের সঙ্গে ভালোভাবে পরিচিত নন।
আমরা সাধারণত ব্যান্ড কলারের পাঞ্জাবি পরতে অভ্যস্ত। কিন্তু এর আরও ধরন রয়েছে। ভিন্ন ডিজাইনের পাঞ্জাবি দিয়ে স্টাইল স্টেটমেন্টে নিজস্বতা আনা যায়। যেমন কলারবিহীন, স্যাট কলার, কাবলি, হাইনেক, শাহি কলার পাঞ্জাবি ইত্যাদি। এগুলোর যে কোনোটির সঙ্গে যেকোনো রকমের প্যান্ট পরা যেতে পারে। পাঞ্জাবির সঙ্গে শুধু স্লিপারই পরতে হবে, তা নয়। জুতা, এমনকি বুটও পরা যায়। মানিয়ে নেওয়াটাই আসল কথা। অবশ্যই খেয়াল রাখতে হবে—পাঞ্জাবির হাতা যেন কবজির ওপর না ওঠে, লেন্থ অতিরিক্ত বেশি বা কম না হয়। কারণ, একটি নির্দিষ্ট মাপে এটি পরলে লুকে স্বাভাবিকতা বজায় থাকে। আকর্ষণীয়ও লাগে। পাঞ্জাবির সঙ্গে প্যান্ট যেন অতিরিক্ত লম্বা না হয়। এমন কিছু করা যাবে না, দৃষ্টি আকর্ষণ করলেও ব্যক্তিত্বে নেতিবাচক ভাব ফুটে ওঠে। অনেক ক্ষেত্রে দৃষ্টিকাড়া খুবই সহজ, কিন্তু সঠিক ও সুন্দর হওয়া কঠিন।
এই ঈদে আমরা কেউ পাঞ্জাবি কিনবো এবং কেউ বানিয়ে পরবো। ফুল ব্ল্যাক, সাদা-কালো কিংবা বিভিন্ন সলিড কালারের পাঞ্জাবিও আকর্ষণীয় হয়ে থাকে। তবে মনে রাখতে হবে, সিম্পল ইজ অলওয়েজ সফিস্টিকেটেড।

 আল ফাহাদ বারী
ছবি: লেখক

ইনস্টাগ্রাম: alfahadbari
ফেসবুক: AlFahadbari123

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top