skip to Main Content

ব্লগার’স ডায়েরি I হিজ & হার

আজকাল সবাই ফ্যাশন-সচেতন। বহির্বিশ্বের হিজ-হার ট্রেন্ডের ঢেউ আছড়ে পড়েছে আমাদের এখানেও। ভালোবাসার যুগল ফ্যাশনে একাকার হচ্ছে এক জোড়া মানব-মানবী। ম্যাচিং আউটফিট, ম্যাচিং কালার আউটফিট, কন্ট্রাস্ট কালার আউটফিট অথবা ম্যাচিং অ্যাকসেসরিজ তাদের বন্ধনকে দৃঢ় করছে। একই প্রিন্টের পোশাক যেমন- টি-শার্ট, সোয়েটার, শার্ট অথবা ট্র্যাডিশনাল পোশাকের একই প্রিন্টের শাড়ি-পাঞ্জাবি, শার্ট-সালোয়ার কামিজ যুগলদের খুব প্রিয়।

আবার অনেক সময় দেখা যায় চমৎকার কিছু স্লোগান প্রিন্ট বা কার্টুন প্রিন্টের টি-শার্ট পরে আছে প্রেমিক যুগল। কালার ম্যাচিং আউটফিটের ক্ষেত্রে অনেক সময় ম্যাচিং প্রিন্ট থেকে বেরিয়ে প্রেমিক যুগল বেছে নেয় একই রঙের পোশাক। সহজলভ্য এবং পরিধানযোগ্য বলেই। ম্যাচিং প্রিন্টের পোশাক ক্যাজুয়ালি ক্যারি করা গেলেও ফরমালের জন্য ম্যাচিং কালার বেছে নেওয়া শ্রেয়। কোনো অনুষ্ঠানে উপস্থিতির বেলায় প্রেমিক যুগল ম্যাচিং কালার বেছে নেয় বেশি। তবে আজকাল হাই ফ্যাশন এবং স্ট্রিট স্টাইল কাপল আউটফিটে এনেছে নতুন মাত্রা। ম্যাচিং কালার থেকে বেরিয়ে যোগ করেছে কালার কন্ট্রাস্ট আর নানান থিম যেমন- রেট্রো, রোম্যান্টিক, ক্ল্যাসিক কিউট স্পোর্টি শিক, করপোরেট। রেট্রো স্টাইলের পোশাক যেমন- সত্তর, আশি, নব্বইয়ের দশকের পোশাক যা স্ট্রিট স্টাইলে জনপ্রিয়।

এসবের মধ্যে স্ট্রাইপ টি-শার্ট ওভারঅল, ওভারসাইজ ব্লেজার, যা আজ প্রেমিক যুগলকে পরতে দেখা যায়। রোম্যান্টিক কালার যেমন- লাল, কালো, নীল, গোলাপি রঙ প্রাধান্য পাওয়া পোশাক এখনো জনপ্রিয়। যেগুলো ডিনারডেট, অ্যানিভারসারি অথবা কোনো অনুষ্ঠানে মানানসই। এসব পোশাক হতে পারে ছেলেদের ক্ষেত্রে ব্লেজার, শার্ট, মেয়েদের জন্য শাড়ি, গাউন, ড্রেস। তবে গাঢ় গোলাপি রঙ ছেলেদের বেছে না নেওয়াটা শ্রেয়। আর এসব পোশাক পুরোপুরি ফরমাল লুক এনে দেবে। অপর দিকে রেট্রো লুক ক্যাজুয়াল। তবে কালার কন্ট্রাস্টও দেখা যায় আজকাল যুগল পোশাকে যেমন- কালো-সাদা, নীল-লাল, ধূসর-খয়েরি, গোলাপি-কালো ইত্যাদি।
বাদ যাবে না অ্যাকসেসরিজেও। ম্যাচিং ঘড়ি, ব্রেসলেট অথবা কাপল সানগ্লাস ছাড়াও রয়েছে ম্যাচিং ফুটওয়্যার। যুগলদের পায়ে দেখা যায় কাপল স্নিকার। জনপ্রিয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বালাঁসিয়াগা, গুচি, নাইকি নানা রেঞ্জের কাপল ¯ স্নিকার বাজারে এনেছে। যা কাপলরা ম্যাচিং করে বেছে নিচ্ছে। ফোন কেসগুলোতেও দেখা যায় নানান প্রিন্ট, যা কাপলদের জন্য বিশেষভাবে তৈরি। বাদ নেই কাপল ডিজাইন ফিঙ্গার রিংগুলোও। আজকাল বাজারে আকর্ষণীয় ডিজাইনের ফিংগার রিং পাওয়া যায়, যা এখন যুগলদের পছন্দের তালিকায় শীর্ষে।
কাপল আউটফিট আকর্ষণীয় করা যেতে পারে নানানভাবে। ম্যাচিংয়ের ক্ষেত্রে বেছে নিতে পারেন একই প্রিন্টের টি-শার্ট, যেমন সাদা-কালো স্ট্রাইপের একই রকম টি-শার্ট অথবা ফ্লোরাল প্রিন্টের শার্ট বা শার্ট ড্রেস। কিংবা জাম্পসুট, শার্ট, ম্যাচিং কালারের ক্ষেত্রে একই রঙের ড্রেস শার্ট, ড্রেস টি-শার্ট, শার্ট, টি-শার্ট, সালোয়ার-কামিজ, অথবা একই রঙের প্যান্ট। কিংবা কোনো এক রঙকে প্রাধান্য দেওয়া। পোশাকে তা হতে পারে সাদাকালো। শীতে একই রঙের মাফলার মোটেও বেমানান লাগবে না যুগল পোশাকে। এভাবেই আকর্ষণীয় করতে পারেন নিজেদের নানানভাবে। এরই মধ্যে ফুটে ওঠে, দুজনার ভালোবাসা, বোঝাপড়া।

 আফসানা খান তুরা
ছবি: লেখক

ইনস্টাগ্রাম: afsanakhantura
ফেসবুক: afsanakhan003
ইউটিউব: Afsana Khan Tura

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top