skip to Main Content

সম্পাদকীয়

সৌদি আরবের তরুণ যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। সংক্ষেপে এমবিএস। তিনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে নিজ দেশকে সময়ের সঙ্গে চলার মন্ত্রে উদ্বুদ্ধ করেছেন। নারীদের বের করে এনেছেন বিধিনিষেধের বেড়াজাল থেকে। বইয়ে দিয়েছেন উদার সংস্কৃতির হাওয়া। সৌদি আরবের মেয়েদের এখন আর আবায়া পরে বাইরে যাওয়ার বাধ্যবাধকতা নেই। গাড়ি চালাতে, অভিভাবক ছাড়া বাইরে বেরোতে, এমনকি হলে সিনেমা ও স্টেডিয়ামে খেলা দেখায় তাদের আজ কোনো বাধা নেই। মে মাসে রিয়াদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ফ্যাশন উইক। রক্ষণশীলতার বাধা ঠেলে এমবিএস-এর উদ্দীপ্ত, বলিষ্ঠ আর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে চলেছে সৌদি আরব টোয়েন্টিথার্টির মিশন সফল করার লক্ষ্যে। টিম ক্যানভাসও সে দেশের এই মুক্ত সময়কে অভিবাদন জানিয়ে ঈদসংখ্যা সাজিয়েছে বিশেষ আয়োজনে। ফ্যাশন, বিউটি, লাইফস্টাইল- প্রতিটি বিভাগেই থাকছে বিশেষ বিশেষ রচনা। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যকে তুলে ধরা হয়েছে যথেষ্ট গুরুত্বের সঙ্গে। উপভোগ্য নিবন্ধে বিবৃত হয়েছে নারীর বিজয়বার্তা।
আমাদের দৃষ্টি নানা দিকেই নিবদ্ধ। কিন্তু কখনোই নিজ দেশকে উপেক্ষিত রেখে নয়। আমরা জানি, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি একটা বিশেষ বাঁক পার করছে। এক্সক্লুসিভ সংখ্যার প্রচ্ছদ রচনায় সেই আভাস দেওয়ার চেষ্টা করেছি। অস্বীকারের উপায় নেই, এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে নতুন মেরুকরণ। পুরোনো অনেক হাউজ বন্ধ হয়ে যাচ্ছে। আবার অনেক হাউজের হাতবদল হচ্ছে। বদলে যাচ্ছে নাম, পাল্টে যাচ্ছে লক্ষ্য। প্রচ্ছদ রচনায় ধরা হয়েছে এই পরিবর্তনের বিস্তারিত।
ইন্ডাস্ট্রিতে আরও এক ধরনের সংযোজনও লক্ষ করছি আমরা। বেশ হিড়িক পড়ে গেছে কো-ব্র্যান্ড বা ব্র্যান্ড-ইন-ব্র্যান্ড করার। দেশি দশের প্রতিটি হাউজই নতুন কো-ব্র্যান্ড লঞ্চ করেছে। হতে পারে ব্যবসাকৌশল। কিন্তু আছে কি সঠিক ব্র্যান্ডিং, ইউনিকনেস এবং নতুন ক্লায়েন্ট আকর্ষণের প্রয়োজনীয় পরিকল্পনার বিজ্ঞানসম্মত বাস্তবায়ন? এর উত্তর খোঁজা হয়েছে এবারের পার্শ্বরচনায়।
বৃষ্টি আর গরম হাত-ধরাধরি করে চলছে। ফলে, আমার সিগনেচার এবার খানিকটা ব্যতিক্রমী, কিন্তু সময়মাফিক। সকাল, দুপুর, বিকেল আর রাত- এই চার বেলার সাজ থেকেই আপনারা তা বুঝতে পারবেন। অন্যদিকে, প্রতি সংখ্যায় আমরা যেকোনো একটা বিউটি সার্ভিস দিয়ে থাকি। এবার কিন্তু তিনটি- চুল, ত্বক আর হাত-পা নিয়ে। ঈদের দিনগুলোয় আপনাদের আরও সুন্দর হয়ে ওঠার জন্য।
আলাপনে এবার এসেছেন তারকা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিস্তৃত পরিসরে। তাঁর লেখক হওযার গল্প, লাইফস্টাইল, প্রেম- সবই জানতে পারবেন এই সাক্ষাৎকার থেকে।
সেলিব্রিটি হোমকুক আলপনা হাবিব ঈদসংখ্যাতেও উপস্থিত তাঁর মাছ আর মাংসের কম্বো প্যাকেজ নিয়ে। আকর্ষক, সহজ আর সুস্বাদু। মাতিয়ে দেবে আপনার ঈদদুপুর বা ঈদরাতের খাবার টেবিল। সঙ্গে ডেজার্টও রয়েছে। আরও আছে মাসুমা আলী রেখার কুশলী প্রয়াসে উৎসবপ্রাণিত ভোজনের অনবদ্য প্রয়াস।
বিশ্বকাপ কড়া নাড়ছে। তাতে আমরাও সাড়া দিয়েছি। অবশ্য প্রতিবারই থাকে আমাদের বিশেষ আয়োজন। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ঈদসংখ্যার মধ্যেই থাকছে আলাদা আকর্ষণীয় আর তাজা সব রচনা।
এই সংখ্যা আপনাদের হাতে আমরা এমন একটা সময়ে পৌঁছে দেওয়ার প্রয়াস পাচ্ছি, যখন ঈদের ঢের বাকি। তাই সংখ্যাটা ঈদছুটির সঙ্গী হওয়ার পাশাপাশি শপিংয়েও সহায়ক হবে। আপনাদের ঈদ খুব ভালো কাটবে- এই প্রত্যাশার পাশাপাশি জানাই সব শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা, আমাদের সঙ্গে থাকার জন্য।
ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top