skip to Main Content

সেলুলয়েড I কাঠবিড়ালী

গল্প ও পরিচালনা: নিয়ামুল মুক্তা
চিত্রনাট্য: তাসনিমুল হাসান তাজ
প্রযোজনা: চিলেকোঠা ফিল্মস
ধরন: রোম্যান্টিক ড্রামা
অভিনয়: অর্চিতা স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, একে আজাদ সেতু, তানজিনা রহমান তাসনিম প্রমুখ।
মুক্তি: ১৭ জানুয়ারি
দৈর্ঘ্য: ১ ঘণ্টা ১৫ মিনিট

এ ছবির গল্প শুরুতে সাধারণ মনে হলেও তা উত্তেজনার পারদকে একপর্যায়ে ঊর্ধ্বমুখী করে তোলে। গ্রামের এক তরুণীর নাম কাজল। হাইস্কুলের গন্ডি সে পেরোতে পারেনি। মেয়েটি ভালোবাসে একই গ্রামের সহজ-সরল হাসুকে। অন্যদিকে, গ্রামেরই বখে যাওয়া সচ্ছল পরিবারের ছেলে আনিসও কাজলের প্রেমে পড়ে। সে কাজলকে বিয়ে করতে চায়। প্রস্তাবও দেয়। এ ঘটনায় আনিসের বাবা তাকে সৌদি আরবে পাঠিয়ে দেন। কাজলের বিয়ে হয়ে যায় হাসুর সঙ্গে। সবকিছু যখন ভালোই চলছিল, তখন হাসুর ঘনিষ্ঠ বন্ধু সেলিম ওদের দাম্পত্য জীবনে ঢুকে যায়। শারীরিক সম্পর্ক হয় সেলিম আর কাজলের। স্বামী কাজের খোঁজে যায় ইটভাটায়। ওদিকে বখে যাওয়া যুবক আনিস সৌদি আরব থেকে ফিরে আসে। তার ভালোবাসার মানুষটির বিয়ে হয়ে গেছে, তাই সে ভীষণ চোটপাট শুরু করে। সিনেমার মোড় নেয় কাজলের মৃত্যুর মধ্য দিয়ে। ফাঁস দিয়ে কাজলের মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হয়। শুরু হয় নতুন উত্তেজনা।
সিনেমার বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয়েছে পাবনা জেলার গজারমারা গ্রামে। আদিত্য মনির দারুণ চিত্রায়ণ করেছেন, চিত্রনাট্য লিখেছেন তাসনিমুল হাসান তাজ। সিনেমার চমৎকার তিনটি গানও ভালো লাগার মতো। ‘তোমারে দেখিবো আমি’ গানটি কবি নয়ানচাঁদ ঘোষের ‘চন্দ্রাবতী পালা’ থেকে নেওয়া হয়েছে। অপর দুটি গানের একটি ‘সুন্দরী কন্যা’র গীতিকার প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীন। অন্যটি লিখেছেন আল-আমিন হাসান নির্ঝর।

 আব্দুল্লাহ মামুন

কুইজ
১। কাজল চরিত্রে অভিনয় করেছেন কে?
ক। অর্চিতা স্পর্শিয়া
খ। তানজিনা রহমান
গ। শিল্পী সরকার
২। আনিসকে কোথায় পাঠানো হয়?
ক। সৌদি আরব
খ। আমেরিকা
গ। জাপান
৩। ‘সুন্দরী কন্যা’ গানটির গীতিকার কে?
ক। সেলিম আল দীন
গ। আল-আমিন হাসান নির্ঝর
গ। কবির বকুল
গত সংখ্যার বিজয়ী

১. রেজাউল হাসান, উত্তরা, ঢাকা।
২. মাহামুদা, গুলশান, ঢাকা।
৩. আতাউর রহমান, মিরপুর, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top