skip to Main Content
আকাশপথের ড্রোন বাইক!

কাঙ্ক্ষিত গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছুতে বাইক কিনেছেন। কিন্তু রাস্তায় জ্যামে আটকালে আর তাড়াতাড়ি পৌঁছানো হয় না। তীব্র গরমের মধ্যে যানজটে আটকা পড়লে ইচ্ছা করে— ইশ্! যদি উড়ে যেতে পারতাম! সেই কাল্পনিক যানটিই এবার যেন বাস্তব হয়ে এসেছে রাশিয়ায়।
রাশিয়ান ড্রোন কোম্পানি হোবার সার্ভ এমন একটি ড্রোন আবিষ্কার করেছে যেটি বাইকের মতোই দেখতে। এর ওপর বসে আকাশে ওড়া যাবে। ইতিমধ্যে দুবাই পুলিশ এই বাইক ব্যবহার করা শুরু করেছে।
জানা যায়, রাশিয়ান হোবার সার্ভ বিভিন্ন ধরনের ড্রোন ডেভেলপ করে থাকে। সম্প্রতি তারা ‘হোবার বাইক’ ড্রোনটির উন্নতি ঘটিয়েছে। ড্রোন বাইকগুলোর লেটেস্ট ভার্সনের হলো ‘স্কোরপিয়ান থ্রি’। এ বাইকে ব্যবহার করা হয়েছে কোয়াট-কপর্টার টেকনোলজি। ওজন ১০৪ কেজি। এটি চালককে ২০ ফুটের বেশি উচ্চতায় নিয়ে যেতে সক্ষম ।
ইলেক্ট্রিক বাইকটি ঘন্টায় ৪৩ কিলোমিটার স্পিডে চলে। একবার চার্জ দিলে ৪০ মিনিট আকাশপথে ওড়ে বাইকটি। তবে একবার চার্জ দিতে সময় লাগে তিন ঘন্টা। সফটওয়্যার ডেভেলপররা বাইকটিতে দু-ধরনের সফটওয়্যার ডেভেলপ করেছে। একটি ম্যানুয়াল অন্যটি অটোমেটিক।
৫৯ হাজার ইউএস ডলার মূল্যে পাওয়া যাচ্ছে এই বাইক। এখনো এটির বাণিজ্যিকভাবে রপ্তানি শুরু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top