skip to Main Content

একঝলক

অঞ্জন’স-এর বসন্ত আয়োজন

বসন্তের উৎসবমুখর দিনগুলোকে উদ্‌যাপন করার জন্য অঞ্জন’স প্রতিবছর বিশেষ আয়োজন করে। এ বছরও এর ব্যতিক্রম নয়। ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, টপস নিয়ে অঞ্জন’স-এর এবারের বসন্ত আয়োজন। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের গয়না পাওয়া যাবে এবারের আয়োজনে। শিশু-কিশোরদের জন্যও বিশেষ আয়োজন থাকছে। এবারের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফ। হলুদ, কমলা, বাসন্তী, জলপাই ও সবুজ রঙ বেশি প্রাধান্য পেয়েছে। ডিজাইনেও বেশ বৈচিত্র্য থাকছে। প্রতিটি পোশাকে উজ্জ্বল রঙের প্রাধান্য পেয়েছে। কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে কটন, ভয়েল, লিলেন কটন।

পোশাকে মুখর ফাল্গুন

ফাল্গুন উৎসব উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশে তৈরি করেছে বিশেষ কালেকশন। যেখানে রঙ হিসেবে প্রাধান্য পেয়েছে গোল্ডেন হলুদ, কাঁচা হলুদ, কমলা, গেরুয়া, ম্যাজেন্টার সঙ্গে আরও সহকারী হিসেবে গাজর, কমলা, টিয়া, সবুজ, নেভি ব্লু ও ফিরোজা রঙে উজ্জ্বল হয়েছে প্রতিটি ফাল্গুনের পোশাক। ফ্লোরাল মোটিফে মূলত ট্র্র্যাডিশনাল পোশাকই থাকছে এই কালেকশনে। পাশাপাশি থাকছে ফিউশনের নান্দনিক মিশেলের সম্ভার। সুতি, লিনেন, এন্ডি, সিল্ক, হাফসিল্ক কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ, কারচুপি ইত্যাদি।

পুরান ঢাকায় সেইলর

দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর এবার পাল তুলল ওয়ারীতে। নতুন বছরে ক্রেতাদের জন্য আরও বড় পরিসরে, আধুনিক সেবা নিয়ে পুরান ঢাকার ২/২ নবাব স্ট্রিটে নিজেদের ফ্ল্যাগশিপ আউটলেট নিয়ে হাজির হলো ব্র্যান্ডটি। ১৩৫০০ স্কয়ার ফুটের চারতলাবিশিষ্ট শপটি বর্তমানে এই এলাকার সবচেয়ে বড় লাইফস্টাইল স্টোর। আউটলেটটিতে একসঙ্গে পাওয়া যাবে সেইলরের সব পণ্য। ক্রেতাদের স্বচ্ছন্দ বাড়াতে পুরো আউটলেটে রয়েছে আটটি সার্ভিস কাউন্টার। যার ফলে কেনাকাটার কাজটি হবে আরও সহজ এবং ঝামেলাহীন। এ ছাড়া থাকছে আলাদা বসার ব্যবস্থা এবং আধুনিক ট্রায়াল রুম।

ক্লাবহাউজের ম্যাটারনিটি ওয়্যার

গর্ভকালীন সময়টাকে উদ্‌যাপন করার জন্য ক্লাবহাউজ যমুনা ফিউচার পার্ক আউটলেটে এক অভিনব ফ্যাশন শোর মাধ্যমে ম্যাটারনিটি ওয়্যার কালেকশন লঞ্চ করে। ‘প্রেগন্যান্সি ইজ বিউটিফুল’ শীর্ষক ইভেন্টে অংশগ্রহণ করেন সত্যিকারের গর্ভবতী মায়েরা। রানওয়েতেও দেখা যায় তাদের। যাদের কোনো পেশাদার মডেলিংয়ের অভিজ্ঞতা ছিল না। ক্লদিং লাইনের ফটোশুট থেকে শুরু করে শোস্টপার—সবই পরিচালিত হয় গর্ভবতী মায়েদের দ্বারা। আয়োজনে অংশ নেন বেশ কয়েকজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার। তারা গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক স্বাস্থ্যে করণীয় নানা বিষয়ে আলোকপাত করেন। এ সময় প্রসবোত্তর সময়কাল সম্পর্কেও আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top