skip to Main Content

টেকট্রেন্ড I প্রযুক্তিপণ্যের মহা আয়োজন

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শেষ হলো তিন দিনব্যাপী ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় প্রদর্শনী ‘কনজুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০১৯’। ৮ জানুয়ারি শুরু হওয়া এ প্রদর্শনীতে বিশ্বের চার হাজারের বেশি শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা অংশ নেয়। সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তি ও ডিভাইস এতে প্রদর্শিত হয়। সেগুলোর মধ্য থেকে সেরা উদ্ভাবন নিয়ে লিখেছেন তৌহিদুল ইসলাম তুষার

মোড়ানো পর্দার টিভি
প্রদর্শনীতে নতুন ওএলইডি টিভি ডিসপ্লে উন্মোচন করেছে এলজি, যা কাগজের মতো মোড়ানো যাবে। গত বছর এ টিভির প্রোটোটাইপ দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। একটি বাটন চেপেই টিভির ডিসপ্লে সুবিধামতো ব্যবহার করা যাবে এবং প্রয়োজন শেষে মুড়িয়ে একটি বাক্সের মধ্যে রাখা যাবে। বাটন চেপে স্বয়ংক্রিয়ভাবে টিভির ডিসপ্লে­ খুলতে ও মুড়িয়ে বাক্সের মধ্যে রাখতে সময় লাগবে ১০ সেকেন্ড।
ফাইভ-জি চিপ
চলতি বছরেই পঞ্চম প্রজন্মের প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জির বাণিজ্যিক ব্যবহার শুরু হতে পারে। বিষয়টি বিবেচনায় রেখে সিইএসে ১০ ন্যানোমিটার ফাইভ-জি চিপ উন্মোচন করেছে ইন্টেল। এ চিপ ‘ব্লো রিজ’ নামে ডেভেলপ করা হয়েছে। ওয়্যারলেস বেজ স্টেশনের পাশাপাশি বিভিন্ন ফাইভ-জি সমর্থিত ডিভাইসে এটি ব্যবহার করা হবে। চলতি বছরের মাঝামাঝি ব্লো রিজের সরবরাহ শুরু হবে। সিইএস প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফাইভ-জি এবং স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তিতে গুরুত্ব আরোপের কথা জানিয়েছে ইন্টেল।
কোয়াড এলইডি টিভি
২১৯ এবং ৭৫ ইঞ্চির দুটি মডিউলার মাইক্রো এলইডি ডিসপ্লে প্রদর্শন করেছে স্যামসাং। এ ছাড়া মাইক্রো এলইডি প্যানেলকে ছাড়িয়ে ৮-কে কোয়াড এলইডি টেলিভিশন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন দিক বিবেচনায় সিইএসকে টেলিভিশন প্রযুক্তি প্রদর্শনের জন্য বিখ্যাত স্থান মনে করা হয়। এক দশক আগেও অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) একেবারে নতুন প্রযুক্তি ছিল। ওই সময় এ ডিসপ্লে প্রযুক্তি আলোচনায় সীমাবদ্ধ থাকলেও এখন স্মার্টফোন ও টিভির পাশাপাশি বিভিন্ন ডিভাইসে ওএলইডি ডিসপ্লে ব্যবহৃত হচ্ছে। এটি অ্যামাজন অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সমর্থন করবে।
হাইসেন্স টেলিভিশন
বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে টক্কর দিতে চীনের ইলেকট্রনিক ব্র্যান্ড হাইসেন্স তাদের ট্রাইক্রোমা লেজার টিভি উন্মোচন করে। এই টিভিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। দর্শক কোন ধরনের অনুষ্ঠান বেশি দেখে, তার ওপর ভিত্তি করে এই টেলিভিশন দর্শকের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলবে।
টয়োটার চালকবিহীন গাড়ি
এবারের সিইএসে টয়োটা চালকবিহীন গাড়ির প্রযুক্তি উন্মোচন করেছে। একটি হচ্ছে শফার এবং অন্যটি গার্ডিয়ান। শফার প্রযুক্তিতে গাড়ি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় এবং গার্ডিয়ানে চালককে নানাভাবে সহযোগিতা দেওয়া হবে।
ফোর্ডের সেলুলার ভেহিকল
গত বছর যুক্তরাষ্ট্রে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালু হয়েছে। এবারের সিইএসের সেরা একটি আকর্ষণ ছিল পঞ্চম প্রজন্মের নেটওয়ার্কভিত্তিক প্রযুক্তি ও পণ্যগুলো তুলে ধরা। যুক্তরাষ্ট্রের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের সেলুলার ভেহিকল এমনই একটি প্রযুক্তি। সি-ভি টু এক্স নামের এই প্রযুক্তির মাধ্যমে গাড়িগুলো সেলুলার নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে তথ্য শেয়ার করবে। ইভেন্টে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় যে ২০২২ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে গাড়ির প্রতিটি মডেলে এই টেকনোলজি যুক্ত করবে।
স্মার্ট টয়লেট
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কোহলার সিইএসে নতুন বুদ্ধিমান টয়লেট প্রযুক্তি প্রদর্শন করছে। নুমি ২.০ নামের এই টয়লেটে অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত হয়েছে। এতে আরও আছে বিল্ট-ইন সারাউন্ড সাউন্ড স্পিকার, অ্যামবিয়েন্ট মোড লাইটিং। ব্যবহারকারী তার স্বর ব্যবহার করে টয়লেটের সব কাজ সম্পন্ন করতে পারবে। সে চাইলে প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে গান শুনতে পারবে বা আবহাওয়া, খবর, ট্রাফিক সম্পর্কে জানতে পারবে। এই টয়লেটের সিট স্বয়ংক্রিয়ভাবে খুলবে ও বন্ধ হবে এবং সব সময় গরম থাকবে। এতে আরও আছে দুর্গন্ধ দূর করার ব্যবস্থা। ব্যবহারকারী তার প্রয়োজনমতো পানির তাপ, চাপ ইত্যাদি নিয়ন্ত্র­ণ করতে পারবে।
ওশিয়া তারবিহীন চার্জার
চার্জার চালু থাকবে এবং দূর থেকে চার্জ করতে থাকবে। একটা ওয়াই-ফাই রাউটার ঠিক যেভাবে কাজ করে, এটাও ঠিক সে রকম। স্মার্টফোনের কেস নির্মাতাপ্রতিষ্ঠান স্পিজেন এবং ওশিয়া মিলে এটি তৈরি করেছে। ডিভাইসটির নাম ফরেভার স্লিভ। এই ডিভাইসের দুটি পার্ট আছে। একটি বেস স্টেশন, যেটি রেডিও ফ্রিকোয়েন্সি সরবরাহ করতে থাকবে। আরেকটি ছোট স্মার্টফোন কেস আছে, যেটা ব্যবহারকারী স্মার্টফোনে লাগিয়ে রাখবে। এই কেসের নিচে একটি ট্রান্সমিটার আছে, যেটি রেডিও ফ্রিকোয়েন্সিকে পাওয়ারে পরিণত করে স্মার্টফোন চার্জ করবে। ২০২০ সালে এটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
স্যামসাং জেমস এইচ
এটি একটি হালকা এক্সোস্কেলেটন। যা একজন মানুষকে বাড়তি ক্ষমতা দেয়। স্যামসাংয়ের জেমস এইচ একটি এক্সোস্কেলেটন। যারা অ্যাকসিডেন্টের কারণে হাঁটতে পারে না বা যাদের শারীরিক সমস্যা আছে এবং হাঁটতে কষ্ট হয়, তাদের জন্য এই স্কেলেটন। জেমস এইচ এর ওজন মাত্র ৪.৯ পাউন্ড। আরও দুই ধরনের মডেল আছে জেমস কে এবং জেমস।
হার্টগাইড ব্লাড প্রেশার ঘড়ি
ওমরন হেলথকেয়ার এই ঘড়ির নির্মাতা। এতে আছে হার্ট প্রেশার মনিটর। এটি হার্ট অ্যাডভাইজার নামের অ্যাপ্লিকেশনের সঙ্গে কাজ করে। এতে পাম্প ও প্রেশার সেন্সর যুক্ত করা হয়েছে। তাই সাধারণ হাতঘড়ির তুলনায় একটু ভারী। এটি ওয়াই-ফাই ব্যবহার করে অ্যাপ্লি­কেশনের মাধ্যমে ব্যবহারকারীর হার্টের তথ্য অ্যাপে সংগ্রহ করে, যেটা চিকিৎসকের সঙ্গে শেয়ার করা যায়।
স্যামসাং নোটবুক
এদিকে নোটবুক ৯ প্রো কনভার্টিবল ল্যাপটপ উন্মোচন করেছে স্যামসাং। ধাতব বডির ডিভাইসটি ইন্টেলের অষ্টম প্রজš§ সমর্থিত। ১৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের স্লিম বেজেলের ৮ গিগাবাইট র‌্যামের এ ল্যাপটপে ২৫৬ গিগাবাইট বিল্টইন স্টোরেজ সুবিধা রয়েছে। ডিভাইসটিতে গ্রাফিকস হিসেবে আছে ইন্টেল ইউএইচডি ৬২০।
গেমিং ল্যাপটপ
সিইএসের আসরে একগুচ্ছ নতুন ফ্ল্যাগশিপ গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে ডেল। হাই এন্ড অ্যালিয়েনওয়্যার অ্যারিয়া-৫১ এম ল্যাপটপে বেশ কিছু ইউনিক ফিচার আনা হয়েছে। আপগ্রেডেবল এ গেমিং ল্যাপটপে রয়েছে ইন্টেলের ডেস্কটপ-ক্লাস নবম প্রজন্মের কোর আই৭-৮৭০০ প্রসেসর এবং গ্রাফিকস হিসেবে আছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স। ডিভাইসটির চারটি র‌্যাম স্লটে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম ব্যবহারের সুবিধা মিলবে। এতে কানেক্টিভিটির জন্য তিনটি ইউএসবি ৩.১ টাইপ পোর্ট, একটি থান্ডারবোল্ট ৩ পোর্ট, এইচডিএমআই ২.০, মিনি ডিসপ্লে পোর্ট ১.৪ ও হেডফোন জ্যাক রয়েছে। গেমিং ল্যাপটপটি বিক্রি শুরু ২৯ জানুয়ারি থেকে।
প্রযুক্তি উদ্যোক্তা ফান্ড
যুক্তরাষ্ট্রের বিখ্যাত কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন এই শোর আয়োজন করে থাকে প্রতিবছর। এবারের শোতে তারা দারুণ একটি ঘোষণা দিয়েছে। এতে নারী, কৃষ্ণাঙ্গসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের মধ্যে থেকে প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য ১০ মিলিয়ন ডলার ফান্ড অনুমোদন করেছে সিটিএ।

ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top