skip to Main Content

পোর্টফোলিও I ঈদপোশাকে সব বয়সে

সব বয়সীর পোশাক। উৎসবে শামিল হওয়ার জন্য। ফ্যাব্রিক, কালার, প্যাটার্ন—সবেতেই মৌসুমবান্ধব সৃষ্টিশীলতার স্পন্দন। কিন্তু নতুনত্বে নজরকাড়া

মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন

টাইনি টটস

কোল্ড শোল্ডার প্রিন্টেড টপ। নেভি ব্লু স্কার্টের বর্ডারে টপের রেফারেন্স

মডেল: সিক্ত

প্রিন্টেড লিনেন কামিজে লেয়ারড আপার পার্ট। নেকলাইন এবং স্লিভে গ্লাসওয়ার্ক। বটমে কাটওয়ার্কের বর্ডার। টাইডাইড ওড়না

মডেল: আভা

বেবি ব্লু লিনেন পাঞ্জাবিতে ব্লক এবং সুতার ফোঁড়ের সেলাই

মডেল: সাহির

ওয়্যারড্রোব: লা রিভ

ট্রেন্ডি টিন

ব্লাশ পিঙ্কের স্লিভলেস হাই লো টপে প্লিটেড ডিটেইল। সামনে স্টোনের জিপার

মডেল: লরেন

প্রিন্টেড সুতি পাঞ্জাবি

মডেল: সদ্য

ওয়্যারড্রোব: মার্জিন

তারুণ্যের তরঙ্গ

প্রিন্টেড শার্ট। সঙ্গে ডেনিমের পারফেক্ট ডুয়ো

মডেল: আল ফাহাদ বারী

ওভারসাইজড প্যাটার্নের প্রিন্টেড বাটন ডাউন শার্ট। সঙ্গে কালো প্লিটেড পালাজো

মডেল: নিকি

ওয়্যারড্রোব: টুয়েলভ

প্রাণময় প্রৌঢ়

সেলফ টেক্সচারড কোবাল্ট ব্লু পাঞ্জাবিতে এমব্রয়ডারড এমবেলিশমেন্ট

মডেল: মাসুম বাশার

ইন্ডিগো ব্লু সুতি শাড়ির পাড় ও আঁচলে ব্লক প্রিন্ট। এমব্রয়ডারি, মিরর ওয়ার্ক আর টাসেল বসানো আঁচলে উৎসবের আমেজ

মডেল: মিলি বাশার

ওয়্যারড্রোব: কে ক্রাফট

শ্রদ্ধাস্পদেষু

অ্যাশি ব্লু সুতি শাড়িতে ব্লক প্রিন্টের কারুকাজ। আঁচলে মিরর ওয়ার্ক আর টাসেলের এমবেলিশমেন্ট

মডেল: অধ্যাপক রওশন আরা বেগম (অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, ঢাকা কলেজ)

সুতির স্ট্রাইপ পাঞ্জাবি

মডেল: অধ্যাপক নজরুল ইসলাম
সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষাবিদ, নগরবিদ ও শিল্প সমালোচক

ওয়্যারড্রোব: শ্রদ্ধাঞ্জলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top