skip to Main Content

পোর্টফোলিও I ট্রেন্ডি ট্রপিক্যাল

আমাদের ইট-কাঠ-কংক্রিটের নগরজঙ্গলেও ঋতুচক্র মেনে বর্ষা এসেছে। বর্ষা মানেই বাংলাদেশের আর্দ্রতাময় স্নিগ্ধসতেজ রূপ। নাগরিক যাপনেও এমন হয়ে ওঠার অনুশীলন চলে। পোশাক তাই প্রকৃতিনিবিড় সবুজ। মানে, ট্রপিক্যাল প্রিন্ট। তাতে উদ্ভিদ-বৃক্ষ-প্রাণী-পতঙ্গের সমাহার। আরবান ফ্যাশনে ন্যাচারাল বিউটির স্পন্দন। নবধারাজলে সবুজ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বর্ষামঙ্গলে মেতে ওঠা যাক

টুয়েলভ

ট্রপিক্যাল প্রিন্টেড ক্রু-নেক টি-শার্ট
মডেল: শাওন
ট্রপিক্যাল প্রিন্টের লোগো টি-শার্ট
মডেল: রাব্বী
ফ্রিল দেওয়া স্লিটেড স্লিভ টপ
মডেল: সিম্মি

ক্লাব হাউজ

পাইনঅ্যাপল এবং পাম ট্রি প্রিন্টেড ডেনিম ব্লু শার্ট
মডেল: শাওন
বাটনডাউন টাইডআপ শার্ট ড্রেস
মডেল: মাইশা
ট্রপিক্যাল প্রিন্টের শর্ট স্লিভ শার্ট
মডেল: রাব্বী

লা রিভ

ক্যাম্প কলারের বাটন ডাউন শর্ট স্লিভ শার্ট
মডেল: রাব্বী
পাফ স্লিভের নি লেংথ ড্রেস
মডেল: মাইশা

রেড অরিজিন

ট্রপিক্যাল প্রিন্টের লং স্লিভ শার্ট
মডেল: রাব্বী
জর্জেটের কিমোনো স্টাইল টপ
মডেল: সিম্মি
বেল স্লিভের ট্রপিক্যাল প্রিন্টেড মিডি ড্রেসে চোকার স্টাইল নেক
মডেল: মাইশা

সারা

ট্রপিক্যাল প্রিন্টেড লং স্লিভড শার্ট
মডেল: শাওন
ট্রপিক্যাল প্রিন্ট ইন্সপায়ারড পেল পিঙ্ক লং কামিজ। সঙ্গে মানানসই বটম আর দোপাট্টা
মডেল: সিম্মি

This Post Has One Comment
  1. যুগ যুগ দরে সামাজিক বিবর্তনের মাধ্যমে পোশাক এবং আনুশাঙ্গিক বস্তুর পরিবর্তন আর মানুষের রুচির সাথে সাথে পরিবর্তন হচ্ছে ফ্যাশনের। সময়ের ব্যবধানে আমাদের দেশে এখন গার্মেন্টস/ বায়িং হাউজ আর ফ্যাশন হাউজ দখল করে নিয়েছে ব্যবসা বাণিজ্যে সেরা অবস্থান। এদেশের জনসংখ্যার বড় একটি অংশ শিক্ষিত ও বেকার। কিন্তু পেশাগত কোন প্রশিক্ষণ না থাকায় তারা বিশেষ কোনো পেশাযয় জড়িত হতে পারছে না।
    ফ্যাশন ডিজাইন হচ্ছে এমনই একটি কর্মমুখী ক্ষেত্র যেখানে আপনার একটু সদিচ্ছা ও পরিশ্রম করার মনমানসিকতা থাকলে শুধু একটি পেশাদারী কোর্সের মাধ্যমে শুরু করতে পারেন আকর্ষণীয় এই পেশা। নিজেই হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা, হতে পারেন স্বাবলম্বী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top