skip to Main Content

পোর্টফোলিও I নকশার নান্দনিকতায় নারীত্বের উদযাপন

বিশেষ কোনো দিন নয়, নারীত্বের উদযাপন সব সময়ের জন্য। এই বার্তা বিবেচনায় রেখে পাঁচ নবীন ফ্যাশন ডিজাইনার তাদের সৃজনভাবনায় রাঙানো পোশাক উপহার দিয়েছেন। তাতেই উজ্জ্বল এবারের পোর্টফোলিও। এসব পোশাক পরেছেন পাঁচ ফ্যাশন ব্লগার। প্রতিভা লালনে ক্যানভাসের এই উদ্যোগে সঙ্গী হয়েছে ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ। প্রত্যেক ডিজাইনারকে সম্মানিত করার পাশাপাশি পোশাকগুলো বাণিজ্যিকভাবে বাজারজাতও করবে এই ব্র্যান্ড। অচিরেই এর আউটলেটে পাওয়া যাবে পাঁচ তরুণের ডিজাইনে তৈরি পোশাক।

I জাহেরা শিরীন
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন

মোহাম্মদ পারভেজ

বিএসসি ইন ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি, ফাইনাল সেমিস্টার
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজি
প্রেরণা: ডিজাইনারের নিজস্ব সৃজন। লেটস সেভ দ্য ওয়ার্ল্ড প্রাণিত

থিম: প্লাস্টিকহীন সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী

ট্র্যাডিশনাল খাদিতে তৈরি শার্টে নজর কাড়ে এর অ্যাসিমেট্রিক প্যাটার্ন। একই অসমতা ধরে রাখা হয়েছে টুইলের বটমেও। সাযুজ্য রেখেই মেলবন্ধন ঘটানো খাদির স্ক্রিন প্রিন্টেড অ্যাসিমেট্রিক লং-কোট।
মডেল: মেহজাবীন অরনা

বিজয়ন ঘোষ

বিএসসি ইন ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি, ফাইনাল সেমিস্টার
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজি

প্রেরণা: ভিনসেন্ট ভ্যান গঘের চিত্রকর্ম

থিম: লিভিং দ্য আর্টিস্ট

পুরোটা হ্যান্ড পেইন্ট করা সুতি কামিজের অভিনবত্ব এর হাতা এবং ইতিউতি করা কাটআউট। সঙ্গে উজ্জ্বল বটমে প্রতীয়মান স্টাইল স্টেটমেন্ট।
মডেল: ত্রয়ী চৌধুরী

সারাফাত হোসেন আরমান

বিএসসি ইন ফ্যাশন ডিজাইনিং, ফাইনাল সেমিস্টার
ঢাকা ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি

প্রেরণা: ডোনা ক্যারেনের রেডি টু ওয়্যার স্প্রিং কালেকশন ২০১৪; যা নিউইয়র্ক ফ্যাশন উইকে প্রদর্শিত হয়েছিল।

থিম: নারীর ক্ষমতায়ন

রেড-ভায়োলেট টু-টোন বলাকা সিল্কে তৈরি অ্যাসিমেট্রিক লেয়ারের শল কলার ড্রেস। কোমরে ডেকোরেটিভ বর্ডার দেওয়া কাতানের বেল্টে নারীশক্তি অভিব্যক্ত
মডেল: আফসানা খান তুরা

আবিদ হাসান

ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, সিক্সথ সেমিস্টার
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

প্রেরণা: কোকো শ্যানেলের বিখ্যাত ‘লিটল ব্ল্যাক ড্রেস’

থিম: রেইজিং ফ্রম গ্লুম

পলিকটনে তৈরি সফট ডেনিম ড্রেস। শোল্ডার থেকে নেমে আসা দৃষ্টিনন্দন ফ্রিল। সঙ্গে স্ক্রিন প্রিন্ট আর ফ্রিঞ্জ এমবেলিশমেন্ট যোগ করেছে আলাদা সৌন্দর্য
মডেল: তাসমিম আমিন অভ্র

আশিকুল ইসলাম রাফি

বিএসসি ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, ফাইনাল সেমিস্টার
ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন

প্রেরণা: ওয়ান্ডার উওম্যান ক্রিয়েটেড বাই ডব্লিউএম মার্সটন অ্যান্ড হ্যারি জি পিটার

থিম: নারীজীবন। চড়াই-উতরাই পেরিয়ে নানা পেশায় নারী আজ অদম্য। পুরুষের সঙ্গে পাল্লা দিচ্ছে সমানতালে। এই পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে নারীর প্রত্যয়দৃঢ় প্রতিচ্ছবি।

অ্যাসিমেট্রিক প্যাটার্নের সিল্ক ড্রেস। ট্রায়াঙ্গুলার প্যানেল ছাড়াও নজর কাড়ে বেল স্লিভ এবং টাসেলের এমবেলিশমেন্ট
মডেল: নাজিবা নওশীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top