skip to Main Content

ফিচার I সেলেব সিক্রেট

সময়ের সেরা পাঁচ তারকা। নিজ নিজ অবস্থানে অত্যন্ত আকাঙ্ক্ষিত। সৌন্দর্য আর স্টাইলিংয়ে তুলনাহীন। মেকআপের ম্যাজিক ব্যাগে কী পুরে রাখেন তাঁরা? নিজেকে আকর্ষণীয় রাখার মন্ত্রটাই-বা কী? জানাচ্ছেন জাহেরা শিরীন

তানজিন তিশা

আপনার নিখুঁত ত্বকের রহস্য…
 প্রচুর পানি পান করা। আর অনেক সময় নিয়ে ভালোভাবে মেকআপ রিমুভ করা।
সৌন্দর্যের এমন একটা টোটকা, যা আপনি নিজেও মেনে চলেন।
 সপ্তাহে অন্তত একবার বিউটি স্যালনে যাওয়া। বিশেষজ্ঞদের হাতেই আমি আমার সৌন্দর্যচর্চার ভার ছেড়ে দিয়েছি।
চুল চর্চায়?
 নিয়মিত তেল মাখি। মাসে দুবার স্পাতে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট নেয়ার চেষ্টা করি।
আপনার মেকআপ ব্যাগ ঘাঁটলে কী কী মিলবে?
 ও মাই গড। অনেক কিছু। তাতে লিপস্টিক থাকবেই। অনেক রঙের, অনেক ফর্মুলার। কারণ, লিপস্টিক আমার খুব পছন্দ।
ভলিউমনাস ব্লো ড্রাই, সটান সোজা, না কার্লের কারিগরি—চুল সাজাতে কোনটা পছন্দ?
 কার্ল আমার ভীষণ ভালো লাগে।
প্রতিদিনকার সৌন্দর্যচর্চা মানেই…
 সুন্দর এবং পরিপূর্ণভাবে মেকআপ তোলা। এটা আমি করতে কখনোই ভুলি না। খুব ক্লান্ত থাকলেও না।
পছন্দের পারফিউম?
 সম্প্রতি ভিক্টোরিয়াস সিক্রেটের টিজ। সুগন্ধিটা দারুণ।
‘আ ব্যাড হেয়ার ডে’—সামাল দেন কীভাবে?
 ব্লো ড্রাই বা স্ট্রেইট করে চুল ঠিক করার চেষ্টা করি। তাতে কাজ না হলে বানে বেঁধে বসে থাকি।
চোখধাঁধানো আইমেকআপ, না উজ্জ্বল টকটকে ঠোঁট—মেকআপে বেশি পছন্দের কোনটা?
 টকটকে উজ্জ্বল ঠোঁট। কারণ, লিপস্টিক আমার খুব পছন্দ।
মায়ের কাছে শেখা সেরা সৌন্দর্য পরামর্শ…
 আমি কখনোই চুলে তেল দিতাম না। আমার মায়ের কালেকশনে থাকা স্পেশাল তেল চুলে মেখে এখন আমি ঘুমাতে যাই প্রতি রাতে।

সাফা কবির

আপনার নিখুঁত ত্বকের রহস্য…
 প্রচুর শাকসবজি আর ফলমূল খাওয়া।
সৌন্দর্যের এমন একটা টোটকা, যা নিজেও মেনে চলেন।
 পরিষ্কার-পরিচ্ছন্নতা। শুধু মুখত্বক নয়, হাত ও পায়ের ত্বকও সব সময় পরিষ্কার রাখা।
চুল চর্চায়?
 এই একটা জিনিসের জন্য আমি কিছুই করি না। আই অ্যাম ব্লেসড।
আপনার মেকআপ ব্যাগ ঘাঁটলে কী কী মিলবে?
 অনেক অনেক মেকআপ। যার অর্ধেকের বেশি ব্যবহারই করা হয় না। কিন্তু ময়শ্চারাইজার, সানস্ক্রিন, কম্প্যাক্ট পাউডার, আইলাইনার, লিপবাম, লিপস্টেইন আর মাসকারা পাওয়া যাবে মাস্ট।
ভলিউমনাস ব্লো ড্রাই, সটান সোজা, না কার্লের কারিগরি—চুল সাজাতে কোনটা পছন্দ?
 যদিও আমারটা একদম সোজা কিন্তু কার্ল করা চুল খুব পছন্দ করি।
প্রতিদিনকার সৌন্দর্যচর্চা মানেই…
 ত্বক ভালোভাবে পরিষ্কার করা। তারপর সময় পেলে মুখে শিট মাস্ক দিয়ে রিল্যাক্স করা।
পছন্দের পারফিউম?
 জুসি কত্যুরের ভিভা লা জুসি।
‘আ ব্যাড হেয়ার ডে’—সামাল দেন কীভাবে?
 পনিটেইল অথবা স্লিক বানে বেঁধে নিই।
চোখধাঁধানো আইমেকআপ না উজ্জ্বল টকটকে ঠোঁট—মেকআপে বেশি পছন্দের কোনটা?
 অবশ্যই উজ্জ্বল টকটকে ঠোঁট।
মায়ের কাছে শেখা সেরা সৌন্দর্য পরামর্শ…
 মায়ের কাছ থেকেই তো শাকসবজি আর ফলমূল খেতে শিখেছি। সৌন্দর্য রক্ষায় এটাই সেরা পরামর্শ।

নুসরাত ফারিয়া মাজহার

আপনার নিখুঁত ত্বকের রহস্য…
 প্রতিদিন এক গ্যালন পানি পান করা।
সৌন্দর্যের এমন একটা টোটকা, যা নিজেও মেনে চলেন।
 সঠিক খাবার খাওয়া। যা ভেতর থেকে সৌন্দর্য বাড়াতে সাহায্য করে এবং তা ত্বকে ফুটে ওঠে।
চুল চর্চায়?
 যত ব্যস্তই থাকি না কেন, এক দিন বাদে একটা প্যাক ব্যবহার করি চুলে। ক্যাস্টর, আমন্ড আর কোকোনাট অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি এ প্যাক ২৪ ঘণ্টা মাথায় রেখে ধুয়ে ফেলি। ব্যস!
আপনার মেকআপ ব্যাগ ঘাঁটলে কী কী মিলবে?
 আইব্রাও কিট, মাসকারা, লিপবাম অথবা লিপস্টিক। আমার গো টু মেকআপ।
ভলিউমনাস ব্লো ড্রাই, সটান সোজা, না কার্লের কারিগরি—চুল সাজাতে কোনটা পছন্দ?
 অবশ্যই ভলিউমনাস ব্লো ড্রাই।
প্রতিদিনকার সৌন্দর্যচর্চা মানেই…
 সকাল, দুপুর আর রাতে ভাগ করা বিউটি রুটিন। ত্বক পরিষ্কারের পাশাপাশি প্রচুর ময়শ্চারাইজার মাখা। আর সানস্ক্রিন ইজ আ মাস্ট।
পছন্দের পারফিউম?
 মন্ট ব্ল্যাঙ্ক সিগনেচার পারফিউম ফর ম্যান। ছেলেদের হলেও সম্প্রতি এটাই আমার সবচেয়ে পছন্দ।
‘আ ব্যাড হেয়ার ডে’—সামাল দেন কীভাবে?
 ড্রাই শ্যাম্পু এ ক্ষেত্রে সবচেয়ে ভালো বন্ধু।
চোখধাঁধানো আইমেকআপ, না উজ্জ্বল টকটকে ঠোঁট—মেকআপে বেশি পছন্দের কোনটা?
 অবশ্যই টকটকে উজ্জ্বল ঠোঁট। দে আর মাই অ্যাসেটস।
মায়ের কাছে শেখা সেরা সৌন্দর্য পরামর্শ…
 আমি উল্টো মাকে শিখিয়েছি। সানব্লক ব্যবহার করা। হা হা হা।

শবনম ফারিয়া

আপনার নিখুঁত ত্বকের রহস্য…
 কোরিয়ান টেন স্টেপ স্কিন কেয়ার রুটিন। আর বাড়ি ফিরতে যত রাতই হোক, ত্বক পরিষ্কার করা।
সৌন্দর্যের এমন একটা টোটকা, যা নিজেও মেনে চলেন।
 সানস্ক্রিন মাখি। একদম নিয়মিত এবং নিয়ম মেনে।
চুল চর্চায়?
 প্রচুর তেল মাখি চুলে। নারকেল, অলিভ, আরগান আর আমন্ড অয়েল মিলিয়ে নিজের তৈরি অয়েল মিক্স ব্যবহার করি মাথায়। একদম আগা থেকে গোড়া অব্দি।
আপনার মেকআপ ব্যাগ ঘাঁটলে কী কী মিলবে?
 প্রচুর মেকআপ প্রডাক্ট। কনসিলার থেকে কনটুর কিট, আইমেকআপ, লিপ প্রডাক্ট—সব পাওয়া যাবে আমার মেকআপের ম্যাজিক ব্যাগে।
ভলিউমনাস ব্লো ড্রাই, সটান সোজা, না কার্লের কারিগরি—চুল সাজাতে কোনটা পছন্দ?
 ভলিউমনাস ব্লো ড্রাই।
প্রতিদিনকার সৌন্দর্যচর্চা মানেই…
 মেকআপটা ঠিকঠাকমতো তুলে ফেলা।
পছন্দের পারফিউম?
 ডিকেএনওয়াই আর জারা ফেম।
‘আ ব্যাড হেয়ার ডে’—সামাল দেন কীভাবে?
 বেঁধে ফেলি। হাতে সময় বেশি থাকলে বেণি করি। তারপর চুল খুলে নিলে ন্যাচারাল কার্ল তৈরি হয়ে যায়। তাতে মুজ মেখে নিই।
চোখধাঁধানো আইমেকআপ, না উজ্জ্বল টকটকে ঠোঁট—মেকআপে বেশি পছন্দের কোনটা?
 চোখধাঁধানো আইমেকআপ। আমার ঠোঁট সব সময় ন্যুড থাকে।
মায়ের কাছে শেখা সেরা সৌন্দর্য পরামর্শ…
 চুলে তেল মাখা।

দিলশাদ নাহার কনা

আপনার নিখুঁত ত্বকের রহস্য…
 মেকআপ কম মাখা আর যতটুকু মাখি, খুব ভালো প্রডাক্ট দিয়ে, তা ভালোভাবে তুলে ফেলা।
সৌন্দর্যের এমন একটা টোটকা, যা নিজেও মেনে চলেন।
 নিয়মিত ত্বক পরিষ্কার করতেই হবে। ময়দা আর চালের গুঁড়া মিশিয়ে একটা প্যাক তৈরি করি আমি। ত্বক পরিষ্কারে দারুণ কাজ করে এটা।
চুল চর্চায়?
 তেল দিই। আর স্যালন কিংবা স্পাতে গিয়ে স্পেশালাইজড ট্রিটমেন্ট নিই নিয়মিত।
আপনার মেকআপ ব্যাগ ঘাঁটলে কী কী মিলবে?
 অনেক কিছু। মেকআপ করার সব। হা হা হা। আমার দুটা মেকআপ কিট। একটা বাসার জন্য, অন্যটা সব সময় সঙ্গে থাকে। আইব্রাও কিট, আইলাইনার, মাসকারা, লাইট এবং ডার্ক শেডের দুটো লিপস্টিক, ম্যাকের স্টুডিও ফিক্স আর আমার ফেবারিট পিঙ্ক ব্লাশঅন এর মধ্যে থাকবেই।
ভলিউমনাস ব্লো ড্রাই, সটান সোজা, না কার্লের কারিগরি—চুল সাজাতে কোনটা পছন্দ?
 ভলিউমনাস ব্লো ড্রাই।
প্রতিদিনকার সৌন্দর্যচর্চা মানেই…
 ত্বক পরিষ্কার করি। আর গরমে প্রতিদিন মুখে বরফ বুলিয়ে নিই।
পছন্দের পারফিউম?
 ইসি মিয়াকে।
‘আ ব্যাড হেয়ার ডে’—সামাল দেন কীভাবে?
 চুলটা সামনে থেকে টেনে বেঁধে ফেলি। সেদিন চুঁল বেঁধেই চালাই এক্সপেরিমেন্ট।
চোখধাঁধানো আইমেকআপ, না উজ্জ্বল টকটকে ঠোঁট—মেকআপে বেশি পছন্দের কোনটা?
 টকটকে উজ্জ্বল ঠোঁট।
মায়ের কাছে শেখা সেরা সৌন্দর্য পরামর্শ…
 আমার সব রূপচর্চার শিক্ষক আমার মা। ত্বক পরিষ্কার রাখা, প্যাক বানানো—সব মায়ের কাছে শেখা।

ছবি: ক্যানভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top