skip to Main Content

বুলেটিন

প্লাজমায় পুষ্ট

বুড়িয়ে যাওয়া রুখতে নতুন কৌশল। আরও কার্যকর এবং অভিনব। মূলত ইলেকট্রো সার্জারির মাধ্যমে করা হয় এই হাইএন্ড বিউটি ট্রিটমেন্ট। যার মাধ্যমে উচ্চ মাত্রার তরঙ্গ দিয়ে তাড়িত করা হয় ত্বককোষ। হয়ে ওঠে আরও বেশি পুষ্ট। দেখায় টান টান। কিন্তু অসুবিধা একটাই— এর ফলে সামান্য পুড়ে যেতে পারে ত্বক। তবে ছোট ছোট ছিদ্রের মতো দেখতে এ পোড়া দাগগুলো সেরে যায় স্বল্প সময়ের মধ্যে। এই ট্রিটমেন্টের আরেকটি ভালো দিক হচ্ছে এতে ত্বকে কোনো সুচ ফোটানোর ঝামেলা নেই, বরং মাইক্রোবিম আলোর মাধ্যমে প্লাজমা পুরে দেওয়া হয় ত্বকের এপিডার্মিস স্তরে। ফলে কোনো ধরনের ক্ষতি বা পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই তা হয়ে ওঠে তারুণ্যোজ্জ্বল। ঠোঁটেও ফিলারের মতো এফেক্ট দিতে সক্ষম এ ট্রিটমেন্ট। এর জন্য খরচ করতে হবে ২৫০ থেকে ১২৫০ ডলার পর্যন্ত।

অ্যামেজিং অ্যামাজন

অনলাইনে পণ্য অর্ডারের পর আতঙ্কে থাকেন অনেকেই। এক্সপেকটেশন ভার্সাস রিয়েলিটি নিয়ে পড়ে যান দুশ্চিন্তায়। কিন্তু সুখবর রয়েছে সৌন্দর্যপ্রেমীদের জন্য। অন্তত লিপস্টিক বাছাইয়ের ক্ষেত্রে আর একচুল ভুল হবে না, বরং পঞ্চাশ হাজার ভিন্ন ভিন্ন শেডের লিপস্টিক থেকে অনায়াসেই বেছে নিতে পারবেন আপনার জন্য মানানসইটি। কারণ, অনলাইন জায়ান্ট অ্যামাজন আর জনপ্রিয় বিউটি ব্র্যান্ড ল’রিয়েল তৈরি করেছে দারুণ এক অপশন, যার মাধ্যমে ক্রেতারা ভার্চ্যুয়ালি লিপস্টিক মেখে নিতে পারবেন ঠোঁটে। ফোন কিংবা কম্পিউটারের ক্যামেরা ব্যবহার করে। অ্যামাজন অ্যাপ বা ওয়েবসাইটের ‘ট্রাই নাও’ অপশনটি ব্যবহারে মিলবে এ সুবিধা। যে কেউ নিজের ছবি আপলোড করে বেছে নিতে পারবেন লিপস্টিকের পছন্দসই শেড। তবে ছবি ব্যবহার করতে না চাইলে রয়েছে অন্য অপশনও। অ্যাপের মধ্য থেকে পছন্দসই স্কিন টোনের মডেল খুঁজে নিয়ে অগমেন্টেড রিয়েলিটি টেকনোলজির মাধ্যমে বেছে নিতে পারবেন পছন্দের শেডের লিপস্টিক। তবে শুধু ল’রিয়েলের অন্তর্ভুক্ত ব্র্যান্ডগুলো যেমন ল’রিয়েল প্যারিস, এনওয়াইএক্স আর মেবলিনের লিপস্টিক বাছাইয়ের ক্ষেত্রে মিলবে এমন সুবিধা।

বিউটি বেনটো

খাবারে তো ছিলই, এখন বেনটো বক্স ব্যবহার করা হবে সৌন্দর্যবর্ধনে। নতুন কোরিয়ান চমক হিসেবে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বিউটি প্রডাক্টটি। ‘ফর আইজ দ্যাট শাইন’ ট্যাগলাইনে কোরিয়ান ব্র্যান্ড কাহজাহ বাজারে নিয়ে এসেছে বেনটো আইশ্যাডো ট্রায়ো। চারটি আলাদা সেটের প্রতিটিতে থাকছে তিনটি কম্প্যাক্ট আইশ্যাডো প্যালেট। পাউডারি ফর্মুলার এ আইশ্যাডো ট্রায়োগুলোতে মিলবে ফিনিশের বিভিন্নতা। পার্টি রেডি গ্লিটার থেকে প্রতিদিন ব্যবহারের উপযোগী ম্যাট— মিলবে সবই। দুটি ম্যাট শেডের সঙ্গে থাকছে গ্লিটার অ্যারেঞ্জমেন্ট টেকনোলজিযুক্ত একটি শিমারি শেড। শেডগুলোর মধ্যে খুঁজে পাওয়া যাবে লাইট, মিডিয়াম আর ডার্কের স্পষ্ট সমন্বয়। যাদের নিউট্রাল নাচারাল লুক পছন্দ, তাদের জন্য কোকোয়া শেডের সমন্বয়ে তৈরি ‘চকলেট ডালিয়া’ কিংবা ওয়ার্ম রোজগোল্ড শেডের ‘গ্লোয়িং গুয়াভা’ বেশি জুতসই। আর চোখে রঙচঙে ভাব চাইলে বেছে নেওয়া যেতে পারে পার্পল শেড ঘেঁষা ‘হেলা অ্যাজেলিয়া’ কিংবা কোরাল ঘেঁষা ‘পপি শ্যাম্পেন’। প্রতিটি ট্রায়োর জন্য গুনতে হবে ২৯ ডলার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top