skip to Main Content

সম্পাদকীয়

কাকতালীয় হলেও আমার কাছে এটা বেশ তাৎপর্যপূর্ণ যে, আমাদের স্বাধীনতার মাসেই বিশ্ব নারী দিবস। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারীরাও অংশ নিয়েছেন নানাভাবে; সম্ভ্রম ও জীবন উৎসর্গ করেছেন। পৃথিবীর সব নারীর সংগ্রাম শেষ পর্যন্ত একই রকম; কিন্তু বাংলাদেশের নারীর মতো সংগ্রামশীল, সর্বংসহা, ত্যাগী, মমতাপূর্ণ, সম্ভাবনাময় আর কোথাও দেখেছি বলে মনে হয় না। সব মিলিয়ে এদের সৌন্দর্য একেবারেই আলাদা কেবল নয়, বিশেষ কিছু।

ক্যানভাস বরাবরই নারীর সম্ভাবনা ও কৃতিত্বে আলো ফেলে আসছে। এবারও ব্যতিক্রম ঘটেনি। আলাপন বিভাগে উপস্থাপন করা হয়েছে এমন একজন নারী স্থপতিকে, দেশে-বিদেশে যিনি মেধার স্বাক্ষর রেখে আমাদের মুখ উজ্জ্বল করেছেন। আরেকটি কারণে ক্যানভাসের আলো তাঁর ওপর পড়েছে, তা হলো, তিনি মানবসেবায় ভূমিকা রেখে চলেছেন নিজের পেশাগত দক্ষতা ও সৃজনশীলতা প্রয়োগের মধ্য দিয়ে। তাঁর কাজে শিকড়সন্ধানের আগ্রহ প্রবলভাবে লক্ষ করা যায়, যা স্বদেশের প্রতি গভীর প্রেম ও দায়বদ্ধতার পরিচয় বহন করে।

শিকড়ের প্রতি অনুরাগ ও দায়বদ্ধতার প্রকাশ ক্যানভাসেরও প্রধান এক অভিপ্রায়। এবারও এর বাইরে নয়, জামদানিকে পোর্টফোলিওর বিষয় করে তোলা হয়েছে। তবে ভিন্নভাবে। নতুন কৌশলে। যা আমাদের ঐতিহ্যের শ্রেষ্ঠ এই উপাদান সম্পর্কে পাঠকদের নবতর অভিজ্ঞতায় অভিষিক্ত করবে।

এবার আমাদের কভারস্টোরি রূপচর্চায় প্রযুক্তিপণ্যের ব্যবহার নিয়ে। চমকপ্রদ এক রচনা। যাতে জানা যাবে সৌন্দর্যচর্চায় ব্যবহৃত সর্বশেষ প্রযুক্তিপণ্য সম্পর্কে, বোঝা যাবে কত সহজ, দ্রুত আর নিরাপদ হয়ে এসেছে সুন্দর হয়ে ওঠার একেকটি প্রক্রিয়া। আশা করি, পাঠ করে উপকৃত হবেন।

গীতিকার, সংগীত পরিচালক আলী আকবর রুপু ও কণ্ঠশিল্পী সাবা তানি আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁদের কীর্তির প্রতি শ্রদ্ধা জানাই।

মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। নারীর প্রতি সংগ্রামী ভালোবাসা রইল। সবাই ভালো থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top