skip to Main Content

সম্পাদকীয়

ঋতুরঙ্গের বাংলাদেশে বর্ষার আগমন আসলে বৃষ্টির মঙ্গলধ্বনি। সবুজে সবুজ আর নীলিমায় নীল আমাদের দেশের প্রকৃতি গেয়ে উঠেছে বর্ষামঙ্গল।
শস্য-সবুজ বঙ্গভূমির সঙ্গে বর্ষার সম্পর্ক যেমন নিবিড়, তেমনি বাঙালির সাংস্কৃতিক যাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে ফুটবল। সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবল! এবং বাংলাদেশে এই মৌসুমের সঙ্গে এ খেলার সম্পর্ক গভীর। তো বাঙালির এই বর্ষাযাপনকে এবার বিশেষ মাত্রা দিয়েছে বিশ্বকাপ ফুটবল। সুদূর রুশ দেশের এই বিশ্ব ফুটবলের কার্নিভ্যাল মিশে গেছে বাঙালি ও বাংলাদেশের সব মানুষের বর্ষামুখরতার সঙ্গে।
ফুটবলের এই উৎসব নিয়ে কথা বলছি যখন, ঠিক তখনই মেক্সিকোর সঙ্গে ২-০ গোলে ম্যাচ জিততে চলেছে ব্রাজিল। কানে আসছে, এই জয়কে কেন্দ্র করে ব্রাজিল-সমর্থকদের বিজয় মিছিল বের হয়েছে। ফুটবলকে ঘিরে এই উচ্ছ্বাস, উন্মাদনার ছবি সুন্দর। তবে এ বিষয়ে একটা কথা বলি, পছন্দের টিমের জয় অবশ্যই উদ্যাপন করুন, কিন্তু খেলায় তো হার-জিত থাকেই। তাই পছন্দের টিমের বিষয়ে বাড়তি স্নায়ুচাপ নেওয়ার দরকার নেই। বিরোধী ফুটবল টিমের সমর্থকদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণও অবিকশিত মনের লক্ষণ। প্রাণভরে খেলার উত্তেজনায় মাতুন, ফুটবলকে ক্রীড়াশিল্পের দৃষ্টিভঙ্গি থেকে দেখুন, কিন্তু বাড়তি স্নায়বিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন। অথবা অতি উত্তেজনার বশে কারও প্রতি এমন আচরণ করবেন না, যা আপনাদের পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর রাত জেগে খেলা দেখার ব্যাপারে একটু সতর্ক থাকুন। টানা রাত জেগে থাকলে তা আপনার ত্বকে, মুখশ্রীতে, শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে। শারীরিক ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হতে পারে নিয়মিত রাত জাগলে। তাই খেলা দেখার এমন রুটিন তৈরি করুন, যাতে সুস্থ ও স্বাভাবিক থাকা যায়।
বর্ষার সঙ্গে তাল মিলিয়ে ক্যানভাস-এর এই সংখ্যায় সবুজ স্থাপত্যের ওপর আলোচনা হয়েছে। কীভাবে ঘরবাড়িকে প্রকৃতি ও জীবনবান্ধব করে তোলা যায়, সে বিষয়ে এ রচনায় আলো ফেলা হয়েছে। সবুজকে গুরুত্ব দিয়ে এবারের পোর্টফোলিওর থিম ট্রপিক্যাল প্রিন্ট। পোশাকে পরিবেশ ও প্রকৃতিচেতনাকে ধরে রাখতে ট্রপিক্যাল প্রিন্ট জুতসই এক মাধ্যম। আরও আছে দেশি ফল সম্পর্কে একটি নিবন্ধ।
এবারের প্রচ্ছদকাহিনি, ‘মন্ত্রে মজবুত চুল’। নারীসৌন্দর্যের প্রধান একটি অংশ এই চুল। আধুনিক বাংলা কবিতার স্থপতি জীবনানন্দ দাশের বনলতা সেনের ওই বাক্যটি এ প্রসঙ্গে মনে পড়ছে, ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা…’ সুস্থ-সুন্দর চুলের ওপরে অনেকাংশে নির্ভর করে নারীরূপের ঐশ্বর্য ও আবেদন। এই নিয়ে আলোচনা থাকছে এবারের কভারস্টোরিতে।
বর্ষা ও ফুটবল উপভোগ করুন। ভালো থাকুন। সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top