skip to Main Content

সম্পাদকীয়

কাশবন আর মেঘের শুভ্রতা নিয়ে শারদীয় উৎসব দুর্গাপূজা ফিরে এলো। ঢাকের আওয়াজ এই বুঝি মাতিয়ে তুললো চারদিক। যে শব্দ-বর্ণ-রূপের এই উৎসব বাঙালির অপেক্ষার প্রধান একটি উপলক্ষ, তাকে বরণ করে নিতে তাই আয়োজনের কমতি নেই। ক্যানভাস তবে বাদ পড়বে কেন, এই সর্বজনীন উৎসব থেকে! তাই প্রতিবছরের মতো এবারও বাংলার আনন্দময় নিবেদনের এই দিনগুলো উদ্যাপন করতে চেয়েছি বিশেষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই শারদোৎসবের বর্ণচ্ছটা পাঠকদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস এতে করা হয়েছে। তবে ভিন্নভাবে, নতুন সব বিষয় নিয়ে।
মন্ডপে প্রতিমার সামনে আরতির মনভোলানো দৃশ্য তো আপনারা দেখেছেন। তাতে যেমন ঢাকের বাজনার সঙ্গে ধ্রুপদি মুদ্রার নৃত্য অবধারিত, তেমনি লৌকিক নাচও রয়েছে। বরং এরই প্রাধান্য বেশি, কেননা এতে স্বাধীনতা আছে, সবাই অংশ নিতে পারে। এভাবে, সর্বজনীন পূজার মতোই বাবু-সংস্কৃতির গন্ডি পেরিয়ে আরতির এই নাচ সকলের হয়ে উঠেছে। আমাদের কভারস্টোরির আলো এবার এখানেই পড়েছে।
পূজার দিনগুলোয় বাঙালি নারী সেজে ওঠেন ঐতিহ্যবাহী পোশাকে, এটা আমরা দেখে আসছি। এই ধারার সঙ্গে এবার যুক্ত হচ্ছে পাশ্চাত্যের ফ্যাশন। উৎসবে সমকালীন আবহ সঞ্চারের জন্য। দেশীয় ফ্যাশন হাউজগুলোর কালেকশন সে-কথাই বলছে। সে রকম পাঁচটি ব্র্যান্ডের পোশাক নিয়ে আমরা এবারের পোর্টফোলিও সাজিয়েছি।
নিরাপদ ও কার্যকর বলে সৌন্দর্যচর্চায় অর্গানিক উপকরণের কদর এখন বিশ্বজুড়ে। কিন্তু বাঙালি নারীর রূপের সঙ্গে প্রকৃতির যোগ বহু আগে থেকেই। দেবীর প্রসন্নতা ও আশীর্বাদ কামনায় যা-কিছু নিবেদন করা হয়, সেসবের প্রতিটিই প্রাকৃতিক। আমরা এবার পূজার থালা বেছে নিয়েছি, যাতে সৌন্দর্যচর্চার বিভিন্ন উপকরণ রয়েছে। সেগুলো কিভাবে ব্যবহার করবেন, সেই নির্দেশনাও রাখা হয়েছে। আরেকটা কথা, এই উৎসবে আনন্দের আতিশয্যে অনেকে রঙখেলায় মেতে ওঠেন। এতে ব্যবহৃত রঙে ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। তা চুলে লেগে গেলে কী করবেন, সেই পরামর্শ নিয়ে একটি ফিচার রয়েছে এ-সংখ্যায়। কাজে আসবে নিশ্চয়ই।
ক্যানভাসের পাঠকেরা এবার উপভোগ করবেন নিরামিষ ও মিষ্টান্ন মিলিয়ে দশটি রেসিপি। ভিন্ন স্বাদের। ব্যতিক্রমী। স্বাস্থ্যকর। আশা করি, এবারের ভোজন আগের চেয়ে আনন্দদায়ক হবে।

সবাইকে শারদীয় শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top