skip to Main Content

হরাইজন

ফিমেল ফ্রাগরেন্স লাইন অসাম

রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ১৯ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় আন্তর্জাতিক ফ্রাগরেন্স ব্র্যান্ড অসাম বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ব্র্যান্ডটির পরিবেশক সাজগোজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিনি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের ইন্টারন্যাশনাল ডিরেক্টর সমীর ভট্টাচার্য, কান্ট্রি ম্যানেজার আহসান পারভেজ খন্দকার, সাজগোজের কো-ফাউন্ডার এবং সিইও নাজমুল শেখ। আরও উপস্থিত ছিলেন অসাম ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেম প্রমুখ।
ভিনি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের ইন্টারন্যাশনাল ডিরেক্টর সমীর ভট্টাচার্য বলেন, ‘আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফগ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারফিউমড বডি স্প্রে ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে। বাংলাদেশে ফগের ব্যবসায়িক সাফল্যের পর আমরা পারফিউমড বডি মিস্ট এবং বডি স্প্রে নিয়ে আমাদের আরেকটি এক্সক্লুসিভ ফিমেল ফ্রাগরেন্স লাইন অসামকে সাজগোজের সঙ্গে লঞ্চ করছি।’

সুগন্ধির সম্ভার নিয়ে সানডোরা

একই ছাদের নিচে জনপ্রিয় অনেক ব্র্যান্ডের অথেনটিক সুগন্ধি নিয়ে যাত্রা করল সানডোরা। এটি বিখ্যাত সুগন্ধি ব্র্যান্ডগুলোর অফিশিয়াল রিটেইলার। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজার অনুযায়ী খুচরা মূল্যে প্রত্যাশিত পণ্য ক্রেতাদের হাতে তুলে দেবে। ৭ ডিসেম্বর বিকেলে বনানীর ১২ নম্বর রোডে সানডোরার নতুন আউটলেট উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন বেস্ট ইন ব্র্যান্ডসের চেয়ারম্যান ফেদেরিক কেস্যঁ, সিইও ক্রিশ্চিয়ান স্যাতের, সিওও বরুনো বিয়াঙ্কি।
উদ্বোধনী অনুষ্ঠানে বেস্ট ইন ব্র্যান্ডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মার্ক থিরি বলেন, সানডোরা বেস্ট ইন ব্র্যান্ডের একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি ৩০টির বেশি আন্তর্জাতিক সুগন্ধি ব্র্যান্ডের অফিশিয়াল এবং অথরাইজড রিটেইলার। অনলাইন শপের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্মত প্রথম আউটলেট রাজধানীর বনানীতে চালু হলো। ক্রেতাদের হাতের নাগালে যাতে সানডোরার পণ্য পাওয়া যায়, সে কারণে ভবিষ্যতে আরও আউটলেট চালু হবে ঢাকাসহ আশপাশের শহরে। এ ছাড়া স্কিন কেয়ার এবং কসমেটিক প্রডাক্ট নিয়ে আসার পরিকল্পনা করছে সানডোরা।

থান্ডারডোম টাইমপিস

বিলাসবহুল ঘড়ি নির্মাতা ব্র্যান্ড এমবিঅ্যান্ডএফ তার সর্বশেষ লিগেসি টাইমপিস বাজারে ছেড়েছে। নাম দেওয়া হয়েছে এলএম থান্ডারডোম। অবিশ্বাস্য টাইমপিসটি ঘড়ি নির্মাতা জগতের দুই সুপারস্টার এরিক কাউড্রে ও কারি ভুতিলাইনের সহযোগিতায় চার বছরের বেশি সময় নিয়ে তৈরি করা হয়েছে। বিলাসবহুল সময়যন্ত্রটিতে বিশ্বের দ্রুততম ত্রি-অক্ষ ট্যুরবিলন সিস্টেম রয়েছে।
যার প্রতিটি ভিন্ন ভিন্ন গতিতে আবর্তিত হয়। এটা পৃথিবীর দ্রুততম ত্রি-অক্ষ সিস্টেম। এর প্লেটে গিলোস প্যাটার্ন এবং অফ-সেন্টার ওয়াচ ডায়াল রয়েছে। হালকা নীল রঙের গিলোস ডায়ালের এ ঘড়ির দাম ধরা হয়েছে ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। সীমাবদ্ধ সংস্করণে প্লাটিনামের এ সময়যন্ত্র মাত্র ৩৩ পিস তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top