skip to Main Content

হরাইজন

ক্যাকটাসজাত

পৃথিবীজুড়ে পুরো এপ্রিল পালিত হয় আর্থ মান্থ হিসেবে। আর মাসটির ২২ তারিখ বরাদ্দ আর্থ ডের নামে। এ বছর আর্থ ডে উদযাপনের অভিনব উপায় অবলম্বন করেছে আমেরিকান ক্লোদিং রিটেইলার ব্র্যান্ড এভারলেন। ডেজার্টোর প্রতিষ্ঠাতাদের সঙ্গে পার্টনারশিপে বাজারে নিয়ে এসেছে আর্থ মান্থ ফ্রেন্ডলি হ্যান্ডব্যাগ। ডেজার্টো হচ্ছে বিশ্বের প্রথম হাইলি সাসটেইনেবল প্ল্যান্ট বেসড ম্যাটেরিয়াল; যা চামড়ার দারুণ বিকল্প। তৈরি হয় প্রিকলি পেয়ার ক্যাকটাস থেকে। সনাতন ভার্জিন লেদারের চেয়ে এটি অনেক বেশি পরিবেশবান্ধব। আর ব্যাগগুলো টিকে থাকবে দশ বছর অব্দি। কারণ, ক্যাকটাসের শক্তিশালী মলিকিউলার বন্ডিং এঁকে ঘষা খাওয়া বা ছিঁড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। পরিবেশবান্ধব এ ব্যাগ মিলবে পাঁচটি ভিন্ন ডিজাইনে। ট্রায়াঙ্গল টোট, হোবো, স্মল হোবো, মিনি স্লিং আর স্লিং স্টাইলে। বাংলাদেশি মুদ্রায় দাম ৭৫০০ থেকে ২৬১১০ টাকা।

লিজোর শেপওয়্যার লাইন

তেত্রিশ বছর বয়সী আমেরিকান পপস্টার বরাবরই চর্চায় থাকেন তার ফ্যাশন স্টেটমেন্টের জেরে। এবারও ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি বাজারে নিয়ে এসেছেন ‘রেভল্যুশনারি নিউ শেপওয়্যার ব্র্যান্ড’। ফ্যাবলেটিকস, ইঙ্ক-এর সঙ্গে পার্টনারশিপে। নামকরণ করা হয়েছে তার নিজের ছোটবেলার ডাকনাম অনুসারে। ইটি। সাইজ ইনক্লুসিভ এই শেপওয়্যার ব্র্যান্ড নতুন তিনটি কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে গেল ১২ তারিখ। নেয়ারলি নেকেড নামের লাইনটিতে মিলবে সিমলেস শেপিং গার্মেন্ট। মেশ মি কালেকশনের পুরোটাই ট্রানজিশনাল আন্ডার টু আউটারওয়্যার সব পিস দিয়ে তৈরি। মেজর লেবেলে পাওয়া যাবে রোজকার দিনে ব্যবহারের উপযোগী সব শেপওয়্যার। ডিজাইনগুলোর ৬৫ শতাংশের বেশি রিসাইকেলড ফাইবারে তৈরি। মিলবে মুডি বিচ, টেম্পো ল্যাভেন্ডারসহ অভিনব সব রঙে। সাইজ থাকছে ঢঝ থেকে ৬ঢ অব্দি।

সার হবে শিশুদের জামা

ফাস্ট ফ্যাশন ব্র্যান্ড হিসেবে এইচঅ্যান্ডএমের খ্যাতি বিশ্বজোড়া। ব্র্যান্ডটির পৃথিবীজুড়ে ৪০০ স্টোর রয়েছে। তাই এর একটি পদক্ষেপেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে পুরো ফ্যাশন বিশ্বে। সম্প্রতি সাসটেইনেবিলিটিতে লিডার হওয়ার সংকল্পে এইচঅ্যান্ডএম কাজ শুরু করেছে জোরেশোরে। এরই ধারাবাহিকতায় বাজারে এনেছে নতুন বেবি লাইন। অ্যাডজাস্টেবল ওয়েস্টব্যান্ড অ্যান্ড কাপ দেওয়া টপ ও বটম ছাড়াও কালেকশনে থাকছে জ্যাকেট, হ্যাট আর ব্ল্যাঙ্কেট। প্রতিটি পণ্য শতভাগ বায়োডিগ্রেডেবল, এমনকি কাপড়ের প্রিন্টের পিগমেন্টেও। পোশাকগুলোতে কোনো বোতাম বা মেটাল ট্রিম ব্যবহার করা হয়নি। তাই সহজেই কম্পোস্টেবল। এবারই প্রথম এমন অভিনব পোশাক তৈরি করেছে প্রতিষ্ঠানটি। কালেকশনটি এনভায়রনমেন্টাল গ্রুপ ক্রেডল টু ক্রেডল থেকে সার্টিফায়েড। ফলে প্রমাণিত, শিশুদের এ পোশাকগুলো তৈরিতে ক্ষতিকর কোনো কেমিক্যাল ব্যবহৃত হয়নি। প্রতিটি পোশাক কেনা যাবে ৪ দশমিক ৯৯ থেকে ১৭ দশমিক ৯৯ ডলারে।
ফ্যাশন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top