skip to Main Content

হোমগ্রোন I নির্ভানা

বাংলাদেশি বিউটি ব্র্যান্ড। শুধু এ দেশের মানুষের জন্য প্রসাধন তৈরি করে। নাতিশীতোষ্ণ এই অঞ্চলের মানুষের ত্বকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে কাজ করে এই লেবেল। দেশি ব্র্যান্ড হওয়ায় ক্রেতা চাহিদা বুঝে উদ্ভাবন সম্ভব হয়।
প্রডাক্ট লাইনে রয়েছে আই, লিপ, ফেইস ও নেইল-সম্পর্কিত সৌন্দর্যপণ্য। প্রতিটি ক্যাটাগরিতেই একাধিক পণ্য রয়েছে; যেমন চোখের প্রসাধনে আইলাইনার, মাসকারা ও আইশ্যাডো। আইলাইনার মূলত দুই রকমের—পেনসিল ও লিকুইড। আবার ওয়াটারপ্রুফ আইলাইনারও রয়েছে। আইশ্যাডো প্যালেটে রয়েছে কুল থেকে ওয়ার্ম—সব ধরনের। ম্যাট ও গ্লিটারি ফিনিশে। স্যাটেল টু ড্রামাটিক—সব ধরনের আই মেকআপের জন্য বেছে নিতে পারবেন নির্ভানার কালার শেড থেকে। টেক্সচার ভেলভেটি রিচ। দারুণ বোল্ড কালার নিয়ে যেমন প্যালেট আছে, তেমনি লাইট শেডেও।
প্রেসড পাউডার তৈরি করে নির্ভানা। ম্যাটিফায়িং এসব পাউডার পোরলেস হিসেবেও কাজ করে। তিনটি শেডে পাওয়া যায়। লাইট বেইজ, লাইট গোল্ডেন এবং লাইট ন্যাচারাল। ফাউন্ডেশন তৈরি হয় লিকুইড ধরনের। ৩০ মিলির প্যাকেজিংয়ে পাওয়া যাচ্ছে। শেড মূলত চার ধরনের—লাইট বেইজ শেড, লাইট গোল্ডেন, লাইট হানি এবং লাইট ন্যাচারাল। কনটুর, ব্লাশ ও হাইলাইটারের একটি প্যালেট আছে এই ব্র্যান্ডের। তাতে একই সঙ্গে পাওয়া যাচ্ছে এই তিন প্রডাক্ট। নির্ভানা কালার ফেইস প্যালেট আপনার মেকআপ সম্পন্ন করতে সহায়ক। কনটুরের রয়েছে দুটি শেড। পিস্তাচিও এবং চকো চকো। পিচ প্লিজ আর বাবলগাম—এই দুটি আছে ব্লাশে। আর হাইলাইটারে পাওয়া যাচ্ছে ক্যান্ডি গ্লো এবং গোল্ডেন কয়েনস।
বিবি ক্রিম এ সময়ের মেয়েদের মেকআপ রুটিনে কনস্ট্যান্ট। স্মার্ট কভারেজের বিবি ক্রিম মূলত দুই শেডে মিলছে। লাইট ও মিডিয়াম। ৩০ মিলির। সূর্যরশ্মি থেকে ত্বক সুরক্ষায় এসপিএফ আছে ১৫।
লিপ কালার নিয়ে কাজ করে নির্ভানা। বাংলা সাহিত্যের কালজয়ী চরিত্রগুলোর নামে নামকরণ এসব লিপ প্রডাক্টের। যেমন চারুলতা, দীপাবলি, জয়িতা, লাবণ্য, রূপা, বনলতা প্রভৃতি।
মূলত তিন ধরনের লিপ প্রডাক্ট তৈরি করে এই বিউটি ব্র্যান্ড। লিপ ক্রেয়ন, লিকুইড ম্যাট লিপস্টিক এবং ম্যাট কালার বুলেট। প্রতিটি শেড হাই পিগমেন্টেড। সহজে ব্যবহার উপযোগী। অ্যাপ্লিকেশনে ঝক্কি নেই। ম্যাট ফিনিশ। ম্যাট কালার বুলেট ক্রিমি টেক্সচারের। ওয়েটলেস এই লিপ কালার ব্যবহারে ঠোঁট ভারী হয় না।
নেইল কালার নিয়ে বেশ বড় কলেবরে কাজ করছে নির্ভানা। গ্লিটার নেইলপলিশ, নেইল এনামেল এবং টপকোট আছে প্রডাক্ট লাইনে। শেডের ক্ষেত্রে ন্যাচারাল, প্যাস্টেল এবং ব্রাইট শিমারি—তিন ধরনই স্পর্শ করেছে ব্র্যান্ডটি। ভাইব্র্যান্ট কালার হওয়ায় বেছে নেওয়ার ক্ষেত্রে ক্রেতা পাবেন স্বাধীনতা। ইজি টু অ্যাপ্লাই এই নেইল কালারগুলো। টেকে দীর্ঘক্ষণ।
প্রাইস রেঞ্জ ১৮০ থেকে ৬৫০ টাকা। মিড রেঞ্জের দেশি বিউটি ব্র্যান্ডটি কাজ করছে সুগন্ধি নিয়েও। শিগগির দেশের বাজারে সেগুলো পাওয়া যাবে।
অনলাইন স্টোর: https://thenirvanacolor.com/
 সারাহ্ দীনা
ছবি: নির্ভানার সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top