এ দেশে হেয়ারস্টাইলিংয়ের সবচেয়ে বড় শত্রু আর্দ্রতা। যেকোনো স্টাইল একই জায়গায় দীর্ঘ সময় ধরে রাখা এবং আলগা, উড়ো চুল বশে রাখার যুদ্ধে জয়ী হওয়া কঠিন। কোনো ব্যবস্থা নেয়া গেলেও সমস্যার যেন শেষ নেই। হয় চুল চিটচিটে হয়ে যায়, নতুবা আরও রুক্ষ-শুষ্ক হয়ে পড়ে। কিন্তু ল’রিয়েল প্রফেশনাল এলনেট স্যাটিন ল্যাক হেয়ার স্প্রে ব্যবহারের শুরুতেই বোঝা যায়, চুল এক জায়গায় ধরে রাখতে এর জুড়ি নেই। কোনো বিশেষ স্টাইলে চুল বাঁধতে না চাইলে হেয়ার স্প্রে করে কেবল একবার ব্রাশ করে নিলেই চুল হয়ে উঠবে ঝরঝরে। চটচটে হয়ে যাওয়ার কোনো প্রশ্ন তো নেই-ই, বরং চুলে আসবে উজ্জ্বলতা। হবে মসৃণ আর নরম। প্রবল ভাপসা গরমেও হেয়ার স্প্রে উঠে যাওয়ার আশঙ্কা নেই! যাদের চুল খুব পাতলা এবং হেয়ার স্প্রে ব্যবহার করতে ভয় পান, তাদের জন্য দারুণ উপযোগী এটি। দাম সাধ্যের মধ্যে। ১০০০-১২০০ টাকা।
Related Projects
‘দ্য ফল গাই’: আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে
- May 2, 2024
অ্যাকশন-কমেডি ধাঁচের এই সিনেমায় অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, রায়ান গসলিং, হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি সু, উইনস্টন ডিউক প্রমুখ
সাজগোজ ঈদ ক্যাম্পেইন
- March 3, 2025
এর আওতায় কেনাকাটা করলে গ্রাহকেরা ৭০% পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল ডিলস-সহ বিশেষ পুরস্কার জেতার সুযোগ পাবেন

