skip to Main Content

ক্যানভাস। বাংলাভাষায় প্রকাশিত ফ্যাশন, বিউটি ও ফুড বিষয়ক একমাত্র লাইফস্টাইল ম্যাগাজিন। ২০০৫ সালের অগাস্ট মাস থেকে প্রকাশিত হচ্ছে প্রতি মাসে। বিষয়বৈচিত্র, নকশা আর ছাপায় অনন্য এই ম্যাগাজিন কেবল বসার ঘরের শ্রীবৃদ্ধির জন্য প্রকাশিত হয় না। বরং দেশের শীর্ষ সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলমাস খান সম্পাদিত ক্যানভাস দেশের ফ্যাশন, বিউটি আর লাইফস্টাইল খাতকে নেতৃত্ব দেয় সামনে থেকে। বিভিন্ন বিশেষায়িত নিবন্ধ আর খবরে আপডেট করার পাশাপাশি আপনাকে এগিয়ে রাখে প্রতিনিয়ত। ফ্যাশন থেকে রূপচর্যা, টেকনোলজি থেকে ফুডÑ দুই মলাটের ধরা হয় যাপিতজীবনকে ঋদ্ধ করার নানা বিষয়। দেশ এবং বিদেশের। সমসময়ের আয়োজনে ক্যানভাস পাঠককে করে তোলে ভুবনগ্রামের সদস্য। নিয়মিত আয়োজনের বাইরে উৎসব আর উপলক্ষে প্রকাশিত হয় বিশেষ ও এক্সক্লুসিভ সংখ্যা আর ফ্যাশন-বিউটি-লাইফস্টাইল-ফুড পোর্টফোলিও। অনিন্দ্য আয়োজনে চমকপ্রদ সেসব সংখ্যার জন্য পাঠকের থাকে অধীর প্রতীক্ষা।

বিশ্বায়নের বাস্তবতায় শিকড়ের সন্ধানে প্রত্যয়ী ক্যানভাসের সঙ্গে থাকা মানেই সময়ের সামনে থাকা।

 

 

Back To Top