skip to Main Content

চব্বিশ ঘণ্টায় একজন মানুষ কতবার চিন্তা করে?

মানুষের মস্তিষ্ক চিন্তার কারখানা। সব সময়ই সেখানে কিছু না কিছু চিন্তা চলতেই থাকে। কিন্তু একজন মানুষ দৈনিক কতগুলো চিন্তা করে? সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, তা ছয় হাজারেরও বেশিবার। এই চিন্তাগুলোর কিছু কিছু মানুষের ঐচ্ছিক, কিছু আকস্মিক। কিছু আবার অবস্তব, আকাশকুসুম। চিন্তাগুলো ভালো কিংবা মন্দউভয়েই হতে পারে। এমনও চিন্তা আছে যেগুলো মানুষ ভাবার কিছুক্ষণ পরই ভুলে যায়। চিন্তার শুরু এবং শেষ নির্ণয় করতে পারে এমন একটি পদ্ধতি নকশা করেছেন গবেষকরা।  সেটির মাধ্যমেই আমাদের মগজের চিন্তা গণনা করা সম্ভব। বিশ্লেষকরা দিনের প্রতিটি মুহূর্তকে আলাদা করেছেন। ব্যক্তির একক চিন্তার অবস্থাকে নাম দিয়েছেনচিন্তার কীট। এই কীট চেতন কিংবা অচেতনে কাজ করে। গবেষকরা এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যেগুলো এই কীটের গতিবিধি গণনা করে পরিমাপ করতে পারে।  এ বিষয়ে কানাডার কগনিটিভ নিউরোসায়েন্স রিসার্চ চেয়ার জর্ডান পপপেনক বলেন, “আমরা যেটাকেচিন্তাকৃমিবলে থাকি সেগুলো আসলে মস্তিষ্কের ক্রিয়াকলাপের সরল উপস্থাপনার সংলগ্ন পয়েন্ট। চিত্রের মাধ্যমে এগুলো যুক্ত করলে খানিকটা কৃমিরমতো চেহারা ধারণ করে। যখন কোনো ব্যক্তি একটি নতুন চিন্তার দিকে অগ্রসর হয়, তখন তারা একটি নতুনচিন্তার কীটতৈরি করে যা আমরা আমাদের উদ্ভাবিত পদ্ধতির সাহায্যে সনাক্ত করতে সক্ষম হয়েছি। এটি অত্যন্ত জটিল পদ্ধতি এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও অধিক গবেষণা চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top