skip to Main Content

সম্পাদকীয়

ফেব্রুয়ারি। একই সঙ্গে শোক ও গৌরবের মাস। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনে এ দেশের মানুষ মাতৃভাষার অধিকার রক্ষায় বুকের রক্ত ঢেলে যে ইতিহাস লিখে গেছেন, সেটি পৃথিবীতে জাতি হিসেবে আমাদের অনন্য গৌরবের শীর্ষবিন্দু হয়ে আছে। জাতিসংঘ থেকেও মিলেছে স্বীকৃতি। একুশে ফেব্রুয়ারি এখন শুধু আমাদের নয়; সমগ্র বিশ্বের কাছেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য। এ মাসের শুরুতে তাই সকল ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
শোকের চিরচেনা রং কালো। এবারের ক্যানভাসের থিম রংও কালো। পৃষ্ঠা নম্বর ও বিভাগের লোগোতে রয়েছে সেই স্বাক্ষর। সঙ্গে রয়েছে ভাষা নিয়ে এবং ভাষার লিখিত প্রকাশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ও ভীষণ উপকারী বন্ধু বই নিয়ে সময়োপযোগী আয়োজন। তাই বলে কালো বা শোকে ছেয়ে গেছে পুরো সংখ্যা, তা কিন্তু নয়। ইংরেজি এ মাসেই চিরায়ত বাংলায় ঘটে ঋতুর এক দারুণ পালাবদল। শীতের পাতাঝরা দিন শেষে বসন্তের ফুরফুরে হাওয়ায় গাছে গাছে আসে নতুন পাতার বান, ফোটে রঙিন কত না ফুল! ফাগুনের সেই রঙিন বার্তাবাহী নানা আয়োজনও তাই হাজির এবার।
এখানেই শেষ নয়! ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। মানবহৃদয়ের একান্ত গহিনের এক সুন্দর প্রকাশ—ভালোবাসা। কোনো নির্দিষ্ট সংজ্ঞায় এর মর্মার্থ সীমাবদ্ধ করার মানে হয় না; বরং ভালোবাসার অর্থ অনেক ব্যাপক, এর পরিধি সুদূর বিস্তৃত। আর একই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই বিশেষ আবেগের জয়গান গাওয়ার এমন উপলক্ষ স্পর্শ করার সুযোগ ক্যানভাস হারাতে নারাজ। তারই প্রমাণ এবারের আয়োজনে থাকা বিভিন্ন লেখা ও ছবিতে।
সব মিলিয়ে এক বৈচিত্র্যময় মাস—ফেব্রুয়ারি। এরই মাঝে করোনার অতিমারি নতুন প্রকরণে রাঙাচ্ছে চোখ আবার। তাই সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকুন।
শোকের মাস আসার আগেই গভীর এক শোকবার্তা জেনেছি আমরা। ‘মাসুদ রানা’খ্যাত জনপ্রিয় লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন গত ১৯ জানুয়ারি নিয়েছেন অন্তিম বিদায়। তার মৃত্যুতে ক্যানভাস পরিবার গভীরভাবে শোকাহত। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি তার অবদান।
তবু আনন্দ, বেদনা, শোক ও সুখ ঘিরেই তো জীবন। দিন ভালো কাটুক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top