হরাইজন
স্কিমসের নতুন সুইমওয়্যার কালেকশন
ফিরে এসেছে সুইম গ্লাভস। কিম কারদাশিয়ানের ব্র্যান্ড স্কিমসের হাত ধরে। ফো লেদার এবং রাবারাইজড স্কুবা সুইম কালেকশনের মডেল হয়েছেন কিম নিজেই। সুইম স্যুটে ট্রেন্ডিং হোয়াইট আর নিয়ন নয়, ডার্ক শেড বেছে নেওয়া হয়েছে এই কালেকশনের জন্য। কালোর পাশাপাশি ব্রাউন আর গ্রে কালারও দেখা যাবে। ফো লেদার পিসগুলো ম্যাট ও শাইনি—দুই ধরনেই মিলবে। কালেকশনে আছে বিকিনি, থাই হাই বুটস, লং সুইম গ্লাভস। স্কিমস টিমের মতে এর মাধ্যমে অপ্রচলিত ডিজাইনের সুইমওয়্যার ফের ফিরে আসবে ট্রেন্ডে।
রালফ লরেনের ঘোষণা: বাড়বে দাম
রালফ লরেন করপোরেশন মূল্যবৃদ্ধির পরিকল্পনা করেছে। মূল কারণ হিসেবে জানা গেছে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি। লেবেলটির চিফ এক্সিকিউটিভ অফিসার প্যাট্রিস লুভে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পণ্যমূল্য বৃদ্ধির বিষয়ে আলোচনার একপর্যায়ে জানান, যতক্ষণ পর্যন্ত তারা পণ্যের উন্নয়ন এবং প্রকৃতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, ততক্ষণ পণ্যের মূল্যবৃদ্ধিতে সীমাবদ্ধতা তৈরি আবশ্যক নয়; বরং মান অনুযায়ী মূল্য নির্ধারণ করা দরকার।
মেলিসা আর মার্ক জ্যাকবের কোলাবোরেশনে ক্লগ
ব্রাজিলের ফুটওয়্যার ব্র্যান্ড মেলিসার সঙ্গে কোলাব করেছে সুপরিচিত লেবেল মার্ক জ্যাকব। বাজারে নিয়ে এসেছে ক্লগ শু-এর লিমিটেড এডিশন। ২ দশমিক ৫ ইঞ্চি প্ল্যাটফর্ম হিল আছে এটিতে। তাতে এম্বোস করে কোম্পানির মনোগ্রাম বসানো হয়েছে। এই জুতা তৈরিতে ব্যবহার করা হয়েছে বায়ো-বেইজড ইভিএ। ইকো ফ্রেন্ডলি উপাদান হওয়ার কারণে এটি পরিবেশের কোনো ক্ষতি করে না। ব্র্যান্ড মেলিসা ক্রুয়েলটি ফ্রি, ভেগান ব্র্যান্ড। একই সঙ্গে টেকসই জুতা প্রস্তুতে প্রতিজ্ঞাবদ্ধ। যা স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এই সীমিত সংস্করণেও। কোনো প্রকার ক্ষতিকর ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়নি এটি প্রস্তুতের সময়। দাম পড়বে প্রতি জোড়া ২৫০ ইউএস ডলার।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ