skip to Main Content

করোনাকালিন পরবর্তী সময়‌ে দেশজুরে আর্থিক মন্দাবস্থায়,  স্কুল গিয়ে  অনেক সুবিধাবঞ্চিত শিশু প্রাথমিক ও মাধ্যমিক  বিদ্যালয়ে গিয়ে শিক্ষার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিতে চায়। গতকাল জেসি আই ঢাকা এলিটের প্রথম বর্ষপূতী উপলক্ষে , শিক্ষা সামগ্রীর ঘাটতির সমস্যা দূর করতে, জেসিআই ঢাকা এলিট, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের অধীনে বসবাসরত ৪০ জন ছাত্রীর চলতি বছরে শিক্ষা উপকরণের দায়িত্ব নিয়েছে ।

এরইমধ্যে ছাত্রীদের জন্য ভর্তি ফি, ৪০০টি খাতা ও প্রত্যেকের জন্য পরযাপ্ত কলম ও পেন্সিন সহ অন্যান্য স্টেশনারির ব্যবস্থা করা হয়েছে। জেসিআই ঢাকা এলিট ২০২৩ সালে  এই ৪০ জন ছাত্রীর লেখা পড়ার উপকরণ সরবরাহ করবে।

অনুষ্ঠানে জেসিআই ঢাকা এলিটের স্থানীয় সভাপতি পারভেজ রানা, সাবেক সভাপতি  শাফকাত হোসেন সহ সহ-সভাপতি তৌফিকুল আরাফাত, ও সদস্য সাব্বির রহমান, আবিদ রনি, মেহেদি হাসান শশি, আশিক চন্দ্র সূত্রদর  উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top