skip to Main Content
ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে মিলবে নিভিয়ার স্কিন কেয়ার পণ্য

স্কিন কেয়ার ব্র্যান্ড নিভিয়া বৃহস্পতিবার, জুন ০৪, ২০২০ থেকে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে অনলাইনে বিপণন  এবং বাজার কার্যক্রম জোরদারকরণের ঘোষণা দিয়েছে।  ভোক্তারা এখন থেকে অনলাইনে ক্লিক করেই নিভিয়ার সব পারসনাল কেয়ার ব্র্যান্ড বা পণ্যসামগ্রী কেনার জন্য অর্ডার দিতে পারবেন। পণ্যগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম। এগুলোর মধ্যে রয়েছে দারাজ, চালডাল ডট কম,স্বপ্ন ডট কম, সাজগোজ, ইওরেঞ্জ, শপারু, ঘরে বাজার, মীনাক্লিক ও শপআপ। এসব ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্য়মে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়ে ভোক্তাদের কাছে নিভিয়া ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিভিয়া পণ্যের ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হচ্ছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবউশন কোম্পানি (আইডিসি) বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেড।

স্কিন কেয়ার বা ত্বক পরিচর্যার পণ্যসামগ্রী বাজারজাতকরণে নিভিয়া একটি বহুজাতিক কোম্পানি।  নিভিয়ার পণ্যসম্ভারে রয়েছে- শাওয়ার জেলস, রোল-অনস, ফেস ওয়াশেজ ইত্যাদি।  প্রাথমিকভাবে রাজধানী ঢাকার ভোক্তারা নিভিয়ার নতুন ওই সেবা নিতে পারবেন। অর্থাৎ ঘরে বসেই অনলাইনে অর্ডার দিয়ে নিভিয়ার পণ্যগুলো কিনতে পারবেন। তবে শিগগিরই বিভিন্ন শহরের ভোক্তারাও অংশীদার ই-কমার্সগুলোর কাছে কেনার অর্ডার দিয়ে সময়মতো নিভিয়া ব্র্যান্ডের পণ্যগুলো পেয়ে যাবেন। এই প্রক্রিয়ায় পণ্য কেনা এবং টাকা পরিশোধ করা খুবই সহজ।

নতুন উদ্যোগ প্রসঙ্গে নিভিয়ার ইন্টারন্যাশনাল বিজনেসের সহযোগী পরিচালক সুধানশু কৃষ্ণ বলেন, ‘আমরা যা-ই করি তার কেন্দ্রবিন্দুতে থাকে আমাদের ভোক্তারা। তাঁদের কাছে আমাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এমনকি লকডাউন পরিস্থিতিতেও আমরা দেখলাম, আমাদের পণ্যের চাহিদা বাড়ছে। সেজন্য ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদাকে গুরুত্ব দিয়ে আমরা তাঁদের কাছে আরো নিবিড়ভাবে পৌঁছানোর উদ্যোগটি নিলাম। আমরা এখন নতুনভাবে ডেলিভারি মডেল বা পণ্য সরবরাহের পদ্ধতি গড়ে তুলছি, যাতে সম্মানিত ভোক্তারা অত্যন্ত সহজ উপায়ে আমাদের পণ্যগুলো হাতের নাগালে পেয়ে যান। আমরা আরও আশা করি, নতুন এই অংশীদারিত্বের ফলে বিতরণ কার্যক্রমে জড়িত হয়ে অনেকেই নজিরবিহীন এই সময়ে জীবিকা উপার্জনের স্থিতিশীল উপায় খুঁজে পাবেন। আমরা আমাদের পণ্য বিপণনের নতুন উদ্যোগে শরিক হওয়া সব অংশীদারকে ধন্যবাদ জানাই।’

দারাজ বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি হেড মি. অভ্র বড়ুয়া বলেন, ‘নিভিয়া দুই বছরের বেশি সময় ধরে দারাজের ব্যবসায়িক অংশীদার। এখানে লোকাল টিম বেশ সহায়ক এবং আমরা একসাথে উল্লেখযোগ্যসংখ্যক ক্যাম্পেইন বা প্রচার কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছি। ভোক্তাদের কথা বিবেচনা করলে আমরা আমাদের বিশেষ অনলাইন সেবা নিভিয়া দারাজ মল স্টোরের মাধ্যমে সারা বাংলাদেশে খাঁটি নিরাপদ নিভিয়া পণ্য অনলাইন ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে আমরা অত্যন্ত খুশি।’

চালডালের ডিরেক্টর অব সোর্সিং মিজ লুসবুন উদিতি বলেন, ‘নিভিয়া হচ্ছে একটি আন্তর্জাতিক স্কিন কেয়ার ব্র্যান্ড। বাংলাদেশে তাদের রয়েছে বিশাল কাস্টমার বেইস বা ভোক্তা ভিত্তি। আমদানি পণ্য হওয়ায় আমাদের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় নিভিয়ার নামে চলা পণ্য খাঁটি বা নির্ভেজাল কিনা তা  চিহ্নিত করা বা নিশ্চিত হওয়া খুবই কঠিন। বিশেষ করে নিভিয়ার পণ্যগুলো যেহেতু স্কিন কেয়ারের বা ত্বক পরিচর্যার সেহেতু এগুলো ভোক্তাদের জন্য ঝুঁকি-সংবেদনশীল। তবে এ ব্যাপারে বাংলাদেশ নিভিয়া পণ্যের পরিবেশক ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি (আইডিসি) আমাদের সহায়তা করতে পারে। এর ফলে আমরা সাবলীল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার মাধ্যমে ভোক্তাদের দোরগোড়ায় আসল ও খাঁটি নিভিয়া পণ্য পৌঁছে দিয়ে তাঁদের আস্থা বাড়াতে পারব।’

ভোক্তারা এখন থেকে তাঁদের প্রিয় ও পছন্দের স্কিন কেয়ার বা ত্বক পরিচর্যার পণ্যসামগ্রী সহজে ও স্বচ্ছন্দে কিনতে পারবেন। এ জন্য তাঁদেরকে দারাজ , চালডাল ডট কম , স্বপ্ন ডট কম , সাজগোজ , ইওরেঞ্জ , শপারু , ঘরে বাজার , মীনাক্লিক ও শপ আপ -এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসের মাধ্যমে নিভিয়া ব্র্যান্ডের পণ্য কেনার অর্ডার দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top