skip to Main Content
এবার ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন রুনা লায়লা

‘ফিরোজা বেগম স্মৃতি পুরস্কার’ পেতে যাচ্ছেন রুনা লায়লা। আগামী ৩০ জুলাই সোমবার বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে রুনা লায়লার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। সম্মাননা তুলে দেবেন উপাচার্য মো. আখতারুজ্জামান। এর আগে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যাকে।
রুনা লায়লা বলেন, ‘ফিরোজা বেগমের মতো একজন বরেণ্য সংগীতব্যক্তিত্বের স্মৃতিজড়িত পদকের জন্য আমাকে মনোনীত করা হয়েছে। এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’
প্রয়াত কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের সংগীতকে স্মরণীয় করে রাখতে ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তন করা হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’।
ফিরোজা বেগম ছিলেন একজন বরেণ্য নজরুলসংগীতশিল্পী। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলামের গানকে ‘নজরুলসংগীত’ হিসেবে পরিচিত করার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। নজরুলসংগীতকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ফিরোজা বেগম আজীবন সাধনা করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top