skip to Main Content
এ আর রহমানের সাথে কাজ করাটা দারুণ যোগ: ফারুকী

আসছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘নো ল্যান্ড’স ম্যান’। সিনেমাটির কো-প্রডিউসার ও মিউজিক কম্পোজারের ভূমিকা পালন করবেন ভারতীয় মিউজিক কম্পোজার এ.আর.রহমান।

এই চলচ্চিত্রে যুক্ত হওয়ার প্রসঙ্গে এ আর রহমান যুক্তরাষ্ট্রের ভ্যারাইটি ম্যাগাজিনকে বলেন, ‘সময় বরাবরই নতুন দুনিয়ার, নতুন আদর্শের জন্ম দেয়। সদ্য জন্ম নেওয়া দুনিয়ার বলার মতো থাকে নতুন চ্যালেঞ্জ আর নতুন সব গল্প। এটি এমনই এক গল্প।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘অবশ্যই আমি খুবই আনন্দিত। আমি তার মিউজিকের ভীষণ ভক্ত এবং আমি মনে করি, তার অনেক মিউজিকই আমাকে ভাবনার অন্য স্তরে যেতে সাহায্য করেছে। একজন শিল্পীর কাজ যখন খুব পছন্দ করি, তার সঙ্গে যখন কাজ করার সুযোগ তৈরি হয়, এর চাইতে দারুণ যোগ আর হতে পারে না। এটা অনেকটা হচ্ছে- আপনি কারো প্রেম প্রত্যাশা করেন দূর থেকে দেখে, কিন্তু যখন সত্যি সত্যি তার সঙ্গে প্রেম হয়ে যায়, তখন যেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, এই ব্যাপারটা সেরকমই আরকি।’

সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতের চলচ্চিত্র অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী, অস্ট্রেলিয়ার মঞ্চ-অভিনেত্রী মেগান মিশেল এবং বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান।

ভ্যারাইটি ম্যাগাজিনে নওয়াজুদ্দীন সিদ্দিকী বলেন, ‘এর শুটিংয়ের অভিজ্ঞতা চ্যালেঞ্জিং হলেও তৃপ্তিদায়ক ছিল। এ. আর. রহমানের অসাধারণ ছোঁয়া নিঃসন্দেহে চলচ্চিত্রটিকে আরও ঋদ্ধ করে তুলবে।’

যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন অস্ট্রেলিয়ান নারীর সঙ্গে দেখা হয়ে একজন এশিয়ান পুরুষের বদলে যাওয়া জীবনের ঘটনাই এই সনেমার উপজীব্য। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতে শুটিং হয়েছে। সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। চলছে সম্পাদনা।

এটি মূলত ইংরেজি ভাষার একটি চলচ্চিত্র। তবে কিছু হিন্দি ও উর্দু সংলাপও আছে।

 বিধান রিবেরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top