করোনাভাইরাস অতিমারির ধাক্কা কাটিয়ে দুই বছর পর আবারও স্বরূপে ফিরল বার্সেলোনা ব্রাইডাল ফ্যাশন উইক।
বুধবার (২০ এপ্রিল ২০২২) শুরু হওয়া এই আয়োজন চলবে রোববার পর্যন্ত। খবর উইমেন’স ওয়্যার ডেইলি’র।
শোয়ের ডিরেক্টর এস্তারমারিয়া লারুসিয়া বলেন, ‘বার্সেলোনায় আমাদের আবারও একসঙ্গে জড়ো হওয়াটা ব্রাইডাল ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এক আনন্দ ও গর্বের উপলক্ষ্য হয়ে উঠেছে।’
৫ দিনের এই ইভেন্টে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও মালয়েশিয়া-সহ বিশ্বের ২৫টি দেশের ৩২০টি ব্র্যান্ড অংশ নিচ্ছে।