আমেরিকান পপস্টার কেটি পেরি। ফ্যাশন আইকন হিসেবেও সবার নজর কেড়েছেন। তার কালেকশনে স্থান পেয়েছে সুবাসিত স্যান্ডেল। নিজের ইনস্টাগ্রামে সামার কালেকশনের নতুন স্যান্ডেলের একটি ছবি দিয়ে লেখেন, রোদেলা দিনে হেঁটে চলুন কেটি পেরি কালেকশনের সুবাসিত নতুন স্যান্ডেলে। দ্য জেলি শিরোনামের এই কালেকশনে পাওয়া যাবে লাইম গ্রিন, লেমন ইয়েলো, স্ট্রবেরি রেড, বেরি পারপল, কমলা- এই পাঁচটি রঙের স্যান্ডেল। প্রতিটি স্যান্ডেলই আলাদা ফলের সুবাস ছড়াবে। এগুলো দেখতে অনেকটাই জেলির মতো। কেটি পেরির ভক্ত ও অনুসারীদের গ্রীষ্মের স্টাইল স্টেটমেন্টে আলাদা সুবাস ছড়াতে ইতিমধ্যে কেটি পেরি কালেকশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ফ্রুট সেন্টেড স্যান্ডেল।
Related Projects
‘ভোগ’ সম্পাদক আন্ড্রে লিওন ট্যালির প্রয়াণ
- January 20, 2022
প্রখ্যাত ক্রিয়েটিভ ডিরেক্টর এবং 'আমেরিকান…
স্টাইলসেলের সামার ব্রাইডাল ফেস্টিভ্যাল
- May 1, 2018
এই গরমে যারা বিয়ে করছেন, তাদের সুবিধার্থে স্টাইলসেল