skip to Main Content
টাঙ্গাইলে ব্লুচিজ

দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ তাদের নতুন আউটলেটের যাত্রা শুরু করেছে টাঙ্গাইল জেলার সদর রোড, আকুর ঠাকুর পাড়া এলাকায়। গেল বুধবার (২০ নভেম্বর ২০২৪) আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান এবং ব্র্যান্ডটির উচ্চপদস্থ কর্মকর্তাসহ স্থানীয় সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজের অন্যান্য গুণি ব্যক্তিও উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ব্লুচিজ টাঙ্গাইল আউটলেটটি গ্রাহকের স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে। পুরো আউটলেট সাজানো হয়েছে নান্দনিকতার ছোঁয়ায়, যেখানে রয়েছে পর্যাপ্ত জায়গা, উন্নতমানের সার্ভিস কাউন্টার, আরামদায়ক বসার স্থান এবং আধুনিক ট্রায়াল রুম।

উদ্বোধনের দিনে ‘স্ক্র্যাচ অ্যান্ড উইন’ অফারের মাধ্যমে ক্রেতারা পেয়েছেন ১০০% পর্যন্ত মূল্যছাড়ের সুযোগ। এ ছাড়া প্রথম ১০০ জন ক্রেতার জন্য ছিল আকর্ষণীয় গিফট ব্যাগ, যা টাঙ্গাইলের ফ্যাশনপ্রেমীদের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করে।

ব্লুচিজের প্রতিটি কালেকশন যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশন ও ফাংশনালিটির সমন্বয়ে তৈরি। এই আউটলেটে গ্রাহকরা শীতের নতুন সংগ্রহসহ উইমেনস এবং মেনজ কালেকশনের বিভিন্ন পণ্য খুঁজে পাবেন। উইমেনস কালেকশনে রয়েছে হালকা কটনের সেমি-ফরমাল আউটারওয়ার, ট্রেঞ্চ কোট, ডেনিম ও নিটের জ্যাকেট এবং পার্টি লুকের জন্য ‘শো স্টপার’ কালেকশন। এথনিক কালেকশন এবং বাহারি রঙের সোয়েটশার্ট, ওভারশার্ট ও ফরমাল কোর্টও ক্রেতাদের মন জয় করবে।

মেনজ কালেকশনে রয়েছে সোয়েটশার্ট, ট্রেঞ্চ কোট, বম্বার জ্যাকেট, জগার সেট এবং ওভারশার্ট। এ ছাড়াও ব্লেজারের বিশেষ কালেকশন আপনার অফিস লুকে এনে দেবে নতুন মাত্রা। মেনজ ফরমাল ও ক্যাজুয়াল কালেকশনগুলো শীতের জন্য আদর্শ এবং গ্রাহকের আভিজাত্য ও আরামের প্রতিশ্রুতি পূরণ করবে।

ফ্যাশনের প্রতি ব্লুচিজের অঙ্গীকার টাঙ্গাইলের নতুন আউটলেটেও অব্যাহত থাকবে, যেখানে কোয়ালিটি, ডিজাইন এবং কম্ফোর্ট এক নিখুঁত সমন্বয় উপভোগ করবেন ক্রেতারা।

ওয়েবসাইট: www.blucheez.fashion
স্টোর লোকেশন: https://blucheez.fashion/pages/blucheez-outlets

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top