skip to Main Content
ডেস্কটপে আসছে স্কাইপির নতুন সংস্করণ

ডেস্কটপ থেকে যারা মাইক্রোসফটের স্কাইপি সংস্করণ ব্যবহার করেন, তারা শিগগিরই এ সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ পেতে যাচ্ছেন। স্কাইপি ফর ডেস্কটপ বা স্কাইপি ৮.০ সংস্করণটি আগের স্কাইপি ক্ল্যাসিক ৭.০ সংস্করণের বদলে পাওয়া যাবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন সফটওয়্যারটি উন্মুক্ত করবে মাইক্রোসফট। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সংস্করণে বিনা মূল্যে গ্রুপ কল করার সুবিধাসহ থাকবে এইচডি ভিডিও। একসঙ্গে ২৪ জনকে যুক্ত করা যাবে গ্রুপ কলে। গত ১৬ জুলাই এক ব্লগ পোস্টে স্কাইপি টিম এ তথ্য নিশ্চিত করেছে।

ব্লগ পোস্টে বলা হয়েছে, স্কাইপি কমিউনিটি থেকে প্রতিক্রিয়া নিয়ে স্কাইপি ৮.০ সংস্করণটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহার উপযোগী করার পাশাপাশি নতুন ফিচার যুক্ত হয়েছে। এতে বার্তা পাঠানোর সময় প্রতিক্রিয়া জানানোর সুবিধা, কাউকে সম্বোধন করার সুবিধা ছাড়াও গ্রুপ চ্যাটে ব্যক্তিগত নোটিফিকেশন যোগ করার সুবিধা আছে। এতে ৩০০ মেগাবাইট পর্যন্ত ছবি ও ভিডিও শেয়ার করা যাবে। এ ছাড়া চ্যাট মিডিয়া গ্যালারি যুক্ত করা যাবে।

জানা গেছে, শিগগিরই এতে ক্লাউডভিত্তিক ভিডিও কল রেকর্ডিং, এনক্রিপটেড অডিও কল ও বার্তা-সুবিধার মতো বাড়তি সুবিধা যুক্ত হবে। আইপ্যাডের জন্যও স্কাইপির নতুন সংস্করণটি হালনাগাদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top