skip to Main Content
দেশে ক্যামন ৪০ ও ৪০ প্রো

বিশ্ববাজারে সাড়া ফেলার পর এবার বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ এবং ক্যামন ৪০ প্রো। এই ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ (IP66/IP68/69) রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, যা ব্যবহারকারীদের দারুণ স্মার্টফোন অভিজ্ঞতা দেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রাহকেরা এই ফোন দুটি প্রি-অর্ডার করতে পারছেন ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত। প্রি-অর্ডার করলেই থাকছে বিশেষ উপহার। যারা ক্যামন ৪০ প্রি-অর্ডার করবেন, তারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। আর ক্যামন ৪০ প্রো প্রি-অর্ডার করলে থাকছে টেকনো ওয়াচ ৩।

টেকনো ক্যামন ৪০ ও ৪০ প্রো– দুই ফোনেই আছে অত্যাধুনিক ফ্ল্যাশস্ন্যাপ ফিচার, যা চালু করার জন্য রয়েছে আলাদা একটি ‘ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ’ বাটন। এই ফিচার ব্যবহার করে খুব দ্রুতগতির ও মুভিং সাবজেক্টের ছবি স্পষ্টভাবে তোলা যাবে। এতে আছে ১/১০৯৩৫ সেকেন্ড পর্যন্ত আল্ট্রা ফাস্ট শাটার স্পিড, যা অনেক প্রফেশনাল ক্যামেরা থেকে বেশি। প্রফেশনাল ক্যামেরায় সর্বোচ্চ শাটার স্পিড হয় ১/৮০০০ সেকেন্ড। আর এই ফোনে বাটনটি দুবার ক্লিক করলেই চালু হয়ে যাবে ফ্ল্যাশস্ন্যাপ। এ ছাড়া ফোনের এআই ও অটোস্ন্যাপ একসাথে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে ভালো ফ্রেম নির্বাচন করে নেয়।

পাশাপাশি ক্যামন ৪০ সিরিজে রয়েছে নানা ধরনের এআই ফিচার; যেমন এআই ফুল-লিংক কল অ্যাসিস্ট্যান্ট, এআই স্টুডিও (এআই ইরেজার ২.০, এআই ইমেজ এক্সটেন্ডার, এআই শার্পনেস প্লাস, এআই পারফেক্ট ফেস, এআইজিসি পোট্রেট ২.০), এআই প্রোডাক্টিভিটি ফিচার (এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চ) এবং এআই ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট।

প্রটেকশন হিসেবে ক্যামন ৪০ ফোনে রয়েছে ধুলো ও পানিরোধী ব্যবস্থা (IP66); আর ক্যামন ৪০ প্রো’তে আছে ধুলা ও ওয়াটার প্রুফ ফিচার (IP68/69), যার ফলে পানিতে ডুবলেও এই ডিভাইসের ক্ষতি হবে না।

টেকনো ক্যামন ৪০ সিরিজে আছে শক্তিশালী প্রসেসর এবং ৫ বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরম্যান্স সার্টিফিকেশন। এর ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জার পুরো দিন ব্যবহারের জন্য উপযুক্ত। ফোনটির ফ্ল্যাগশিপ ৫০ মেগাপিক্সেলের সনি LYT-700C আল্ট্রা নাইট ক্যামেরা রাতে খুব ভালো ছবি তোলার ক্ষমতা রাখে। এ ছাড়া ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং এআই স্ন্যাপ সেন্সর দুর্দান্ত ফটোগ্রাফি প্রোভাইড করবে।

টেকনো ক্যামন ৪০-এর দাম ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রো ২৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

প্রি-বুকিং ও লঞ্চিং সংক্রান্ত আরও তথ্য জানতে ভিজিট করতে পারেন: www.facebook.com/TECNOMobileBangladesh

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংগ্রহ এবং টেকনো’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top