ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত লারামারা অ্যাসোসিয়েশন। সম্প্রতি দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছে সৌন্দর্যবিশ্বে। দৃষ্টিশক্তিহীন নারীদের জন্য একটি ফ্রি মেকআপ কোর্সের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সঙ্গে ছিল স্থানীয় বিউটি স্যালন জ্যাকস জেনাইন। সৌন্দর্যচর্চার প্রাথমিক বিষয়গুলো থেকে মেকআপের খুটিনাটি পদ্ধতিগুলো শেখানো হয় প্রশিক্ষণের পুরোটাজুড়ে। ব্রেইল ডট দেয়া কসমেটিকস প্রডাক্ট ব্যবহার করা হয় এতে। ফলে অংশগ্রহণকারীরা শ্যাডোর রঙ থেকে মেকআপে ব্যবহৃত ব্রাশ বেছে নিতে পারেন সহজেই। শুধু মেকআপে প্রশিক্ষিত করাই নয়, আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল দৃষ্টিহীন নারীদের আত্মবিশ্বাস বাড়ানো। শুধু কল্পনাশক্তিকে কাজে লাগিয়েও যে সুন্দর হয়ে ওঠা সম্ভব, তাই প্রমাণ করে দিয়েছে ব্যতিক্রমী এ আয়োজন।
Related Projects
ক্যামন ৩০ সিরিজে ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট সুবিধা
- June 5, 2024
সঙ্গে থাকছে ৩ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট