মা শব্দটি উচ্চারণ করলেই গভীর এক আবেগ আমাদের আচ্ছাদিত করে ফেলে। সে আবেগ চিরন্তন। মানুষ তার চিরন্তন আবেগকেও আজকাল উদযাপন করতে চায় নানা রকম বিশেষ দিনের মোড়কে। মা দিবস তেমনই। যে দিন আমাদের প্রাত্যহিক ভালোবাসার মাকে যেন আরেকটু বিশেষভাবে সম্মান আর শ্রদ্ধা জানানোর উপলক্ষ্য হয়ে ওঠে । মা দিবসের এই উৎসবকে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রঙ বাংলাদেশও বিশেষ করে তুলতে চেয়েছে সব সময়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাকে শ্রদ্ধা জানাতে এবার সুতি শাড়িতে টাইডাই করা মায়াবি কিছু কালেকশন নিয়ে এসেছে রঙ বাংলাদেশ। গরম আবহাওয়া মাথায় রেখেই মূলত সুতি কাপড় বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি, যাতে পরতে গিয়ে আরাম ও স্বস্তি ঘিরে থাকে আমাদের মাকে। ডিজাইন ও প্যাটার্নে ব্র্যান্ডটির নিজস্ব ধারা বজায় রাখা হয়েছে সচেতনভাবেই। এই সংগ্রহ তৈরি হয়েছে সব বয়সী মায়েদের জন্য।
এবারের মা দিবসে যারা মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে নানা পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনায় রঙ বাংলাদেশের এই বিশেষ শাড়ি যুক্ত হতে পারে উপহার সামগ্রী হিসেবে। কালেকশনটি পাওয়া যাবে রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিও।
তাই ঘুরে আসতে পারেন রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের আউটলেটগুলোতে। যারা নানা ব্যস্ততায় সময় বের করতে পারছেন না, তাদের প্রতি দৃষ্টি রেখে ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। যেকোনো প্রয়োজনে ফোন বা হোয়াটসঅ্যাপে সাহায্যকারী রয়েছেন ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে