মিসরে বেশির ভাগ নারীই প্রাকৃতিকভাবে কোঁকড়া চুলের অধিকারী। কিন্তু একসময় সেই চুল সোজা করার জন্য বাধ্য করা হতো। এমান এল দিব নামের ২৬ বছর বয়সী মিসরীয় এক নারী ২০১৬ সালে তার কোঁকড়া চুলের জন্য দেশ ছেড়ে স্পেনে পাড়ি জমিয়েছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রথম কয়েক মাস একটি মিসরীয় ব্যাংকে চাকরি নিয়েছিলাম। তখন প্রায়ই মানবসম্পদ বিভাগ থেকে চুল সোজা করতে বলা হতো।’ তবে এখন দেশটিতে কোঁকড়া চুলের কদর দিন দিন বাড়ছে। কারণ, ২০১৬ সালে গড়ে ওঠা ফেসবুক গ্রুপ ‘দ্য হেয়ার অ্যাডিকট’ দেশটিতে এখন ব্যাপক সাড়া ফেলছে। গ্রুপে আছে এক লাখের বেশি নারী সদস্য। গ্রুপের প্রতিষ্ঠাতা দোয়া গ্যাউইশের বক্তব্য, তিনি যখন ছোট ছিলেন, তখন কম ঝামেলায় পড়তে হয়নি। তবে এখন সচেতনতা বাড়ছে। কোঁকড়া চুলের সংস্কৃতি ফিরে এসেছে। বর্তমানে দেশটিতে প্রথমবারের মতো কোঁকড়া চুলের স্যালুনও গড়ে উঠছে।
Related Projects
স্বপ্নকে নিয়ন্ত্রণ করবে এই দস্তানা
- May 25, 2018
এমআইটি মিডিয়া ল্যাব যেন সন্ধান পেয়েছে স্বপ্নলোকের চাবির!