skip to Main Content
যোধপুরপার্ক উৎসবে সম্মাননায় বিপ্লব সাহা

পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক উৎসব যোধপুরপার্ক উৎসব। প্রতিবছর ১০ দিন ধরে এই উৎসব হয়। এ বছর ১০ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তালতলা মাঠে চলছে এ উৎসব। গত ১০ জানুয়ারি উৎসবের উদ্বোধন হয়। বলিউডের সোনু নিগম, অভিজিৎ, কবিতা কৃষ্ণমূর্তি, টলিউডের অনুপম রায়, ইন্দ্রনীল সেন, লোপামুদ্রা, ইমন, রূপঙ্কর, চন্দ্রবিন্দু, সুরজিৎ, ভূমির সৌমিত্রর সঙ্গে যোধপুরপার্ক উৎসবে এ বছর উপস্থিত ছিলেন বাংলাদেশের দুই শিল্পী। একজন অদিতি মহসিন ও অন্যজন দুই বাংলার ফ্যাশন ডিজাইনার ও শিল্পী বিপ্লব সাহা। কলকাতার রাজপথে যোধপুরপার্ক উৎসবের প্রচারে এখন বলিউড ও টলিউড শিল্পীদের সঙ্গে একই হোর্ডিং দেখা যাচ্ছে বিপ্লব সাহার মুখ। ২৫ বছর ধরে নিজের সৃজনশীল কর্মযজ্ঞ দিয়ে দুই বাংলাকে মোহিত করে রাখা বিপ্লব সাহাকে এই উৎসবে সম্মানিত করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, উৎসব কমিটির চেয়ারম্যান দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সভাপতি মেয়র পারিষদ রতন দে, সম্পাদক কৃষ্ণকুমার দাস, বিদ্যুৎ মন্ত্রী শোভন্দেব চট্টোপাদ্ধায় এবং সংসদ মালা রায়সহ কোলকাতার ব্যক্তিরা। এই উৎসবে প্রতিবছর একটি দিন বাংলাদেশ দিবস হিসেবে পালিত হয়। এতে অংশ নেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী ও ব্যক্তিত্বরা। এর আগে এল আর বি’র আইয়ুব বাচ্চু, রেজওয়ানা চৌধুরী বন্যা, আঁখি আলমগীররা যেমন অংশ নিয়েছেন, তেমনি আশা ভোসলে, শ্রেয়া ঘোষাল, অমিত কুমার গান গেয়েছেন। এ বছর ১৩ জানুয়ারি বাংলাদেশ দিবস পালিত হবে। ঐ দিন ফ্যাশন শো নিয়ে উপস্থিত হবেন বিপ্লব সাহা ও তার ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ। এই দিন মঞ্চে বিশ্বরঙ এর ২৫ বছর উদযাপন করা হবে পশ্চিমবঙ্গের বিশিষ্ট জনদের নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top