পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণের ক্ষণ এসেছে বছর ঘুরে। সেই আহ্বানে সারা দিয়ে রঙিন উৎসবের উদ্যোগ নিয়েছে টুগেদার ফর বাংলাদেশ। রাত-ভোর চলবে রাস্তা রাঙানোসহ নানা আয়োজন।
চৈত্র সংক্রান্তি আর পহেলা বৈশাখ, দুই-ই বাঙালির সংস্কৃতির সঙ্গে মিশে আছে। তাই এই দুই দিনকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো পরিকল্পনা। নাম দেওয়া হয়েছে ‘রঙঢঙের উৎসব’।
১৩ এপ্রিল রাতে শুরু হয়ে ১৪ এপ্রিল সকাল দশটা পর্যন্ত চলবে। স্থান রাজধানীর বনানী ১১ নম্বর রোড। দুই কিলোমিটার রাস্তাজুড়ে আঁকা হবে বর্ণিল আলপনা। পাশাপাশি থাকবে গান। আয়োজনে আছে খাবারও। সব বয়সীদের জন্যে থাকবে অংশগ্রহণের সুযোগ।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: টুগেদার ফর বাংলাদেশ-এর সৌজন্যে