skip to Main Content
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কোকা-কোলার সঙ্গে অর্ণব

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশ। এবার সেই তালিকায় যুক্ত হলো সংগীত শিল্পী অর্ণবের গাওয়া গান। তা লিখেছেন মেহেদি আনসারি ও সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই। গানটির সঙ্গে প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিও।

কোকা-কোলার বিশেষ এই গান নিয়ে অর্ণব বলেন, “আমি নিজেও কোকা-কোলার বড় একজন ফ্যান। কোকা-কোলার সঙ্গে এই গানের কাজটি করতে পেরে বেশ ভালো লাগছে।”

কোকা-কোলা বাংলাদেশ ইতোমধ্যে বসুন্ধরা সিটিতে বিষয়ভিত্তিক বৃহৎ আকৃতির ৬টি রেপ্লিকা স্থাপন করেছে। এছাড়া, কোকা-কোলা ক্যানে এবং ৫০০ ও ৬০০ মিলিলিটার বোতলেও বিশেষ প্যাকেজিং নকশা  আনা হয়েছে বাংলাদেশর এই উদযাপনকে স্মরণীয় করে রাখতে। আরও চলছে কোকা-কোলার আয়োজনে ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ স্লোগানে ডিজিটাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ইতোমধ্যে বিশ্বের ৬০টিরও বেশি দেশের বাসিন্দারা বাংলাদেশকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছে। যাদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।

অর্ণব এ প্রসঙ্গে বলেন, “আমাদের আনন্দ বিশ্বের সঙ্গে ভাগাভাগি করতে কোকা-কোলার এই উদ্যোগে আমি আনন্দিত। আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানানো সারাবিশ্বের শুভানুধ্যায়ীদের অসংখ্য ধন্যবাদ।।”

 

মিউজিক ভিডিওর লিঙ্ক: https://www.facebook.com/watch/?v=368744684200031

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top