১৯৭৮ সালে প্রসিদ্ধ ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার জিয়ান্নি ভারসাচির প্রতিষ্ঠিত লাক্সারি এলিট ফ্যাশন কোম্পানি ‘ভারসাচি’র মালিকানা এখন ১৯১৩ সালে কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার মারিও প্রাদা প্রতিষ্ঠিত জগদ্বিখ্যাত ফ্যাশন হাউস ‘প্রাদা’র।
মাস কয়েক ধরে চলা গুঞ্জনকে সত্যে পরিণত করে, ১.২৫ বিলিয়ন ইউরো (আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার) খরচায় আনুষ্ঠানিকভাবে ভারসাচিকে কিনে নিয়েছে প্রাদা। গেল বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এল ম্যাগাজিনের খবর, বিক্রি হলেও ভারসাচি স্বাধীন নকশা ও নেতৃত্বের অধীনেই পরিচালিত হবে বলে জানিয়েছে প্রাদা গ্রুপ।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ; কোলাজ: ক্যানভাস