skip to Main Content
আমিন জুয়েলার্স লি. অপরাজিতা-২০২১ অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমবারের মতো ২ মার্চ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাঘ বাংলার আয়োজনে আমিন জুয়েলার্স লি. ‘অপরাজিতা- ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা, সাহিত্য, খেলাধুলা, উদ্যোক্তা ও চ্যালেঞ্জিং- এই ছয়টি ক্যাটাগরিতে মোট দশজন নারীকে সম্মাননা দেওয়া হয়। এই উদ্যোগের সাথে আছে আমিন জুয়েলার্স লি., প্রাইম ব্যাংক লি., কাজী এ্যাগ্রো লি., ভোগ বাই প্রিন্স এবং ওপেন আইটি লি.।

অনুষ্ঠানটি আয়োজন করেছে বাঘ বাংলা এন্টারটেইনমেন্ট। মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল ও টেলিভিশন চ্যানেল এনটিভি। এছাড়া রেডিও পার্টনার সিটিএফএম, ম্যাগাজিন পার্টনার ক্যানভাস ও ইভেন্ট পার্টনার বারোভূত লি.। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এম.পি। এছাড়াও ওই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন।

বাঘ বাংলা আয়োজিত আমিন জুয়েলার্স লি. অপরাজিতা – ২০২১ জুরিবোর্ডের সভাপতিত্ব করেন- কথাসাহিত্যিক সেলিনা হোসেন।  সদস্য ছিলেন কবি আলফ্রেড খোকন, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। জুরিবোর্ডের সদস্য কবি রুবি রহমান শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

বীর মুক্তিযোদ্ধা বিভাগে সম্মাননা লাভ করেন মুশতারী শফী, শাহীন সামাদ, রিজিয়া বেগম, আয়শা বেগম ও হাফিজা বেওয়া। বাকি পাঁচ বিভাগে সম্মাননা লাভ করেন সাহিত্যে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, শিক্ষায় বাংলাদেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সফল উদ্যোক্তা হিসেবে মৌসুমি ইসলাম, চ্যালেঞ্জিং বিভাগে বাংলাদেশের প্রথম এভারেষ্ট জয়ী নারী নিশাত মজুমদার এবং খেলাধুলায় বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারী জয়া চাকমা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কাজী আমিনুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, আমিন জুয়েলার্স লি., এ এন এম মাহফুজ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ বিজনেস অফিসার, প্রাইম ব্যাংক লি., ইসমাত আরা জাকিয়া, চেয়ারম্যান, কাজী এ্যাগ্রো লিমিটেড, আশফাক উদ্দিন আহমেদ, ডিরেক্টর, এনটিভি এবং শাকিল ইবনে সুলতান, ম্যানেজিং ডিরেক্টর, বাঘ বাংলা এন্টারটেইনমেন্ট।

তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, রূহানী সালসাবিল, মোহনা মিম, ডক্টর স্মিতা দে ও নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। কোরিওগ্রাফীতে ছিলেন কবিরুল ইসলাম রতন। সংগীত পরিবেশন করেন শিল্পী লিজা ও তার দল। নারীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি ৮ মার্চ সোমবার রাত ৯টায় এনটিভি-তে সম্প্রচার করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top