skip to Main Content
আর্তমানবতার সহযোগিতায় গ্রামীণ ইউনিক্লো

বাংলাদেশের সামাজিক সমস্যা নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ফ্যাশন ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো। দেশে সুবিধাবঞ্চিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের হাহাকার খুবই পরিচিত দৃশ্য। সমাজের এমন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গ্রামীণ ইউনিক্লোর এই উদ্যোগ। ফ্যাশন ব্র্যান্ডটি বাজারে এনেছে নতুন টি-শার্ট। এর নাম দেওয়া হয়েছে ম্যাসেজ টি-শার্ট। এই টি-শার্ট থেকে অর্জিত লভ্যাংশ ব্যয় করা হবে সমাজের অবহেলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থার উন্নয়নে। ‘বি দ্য লাইট’ স্লোগানসংবলিত এই টি-শার্টের মাধ্যমে গ্রামীণ ইউনিক্লো সমাজের সবাইকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাতে চায়। ব্র্যান্ডটির যেকোনো শোরুম থেকে ৪৯০ টাকায় এটি কেনা যাবে।
গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক এ সম্পর্কে বলেন, ‘আমরা শুরু থেকেই বাংলাদেশের সামাজিক অবস্থা ও প্রেক্ষাপট উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো, উন্নত ভোক্তাসেবা ও মানসম্পন্ন পোশাক সরবরাহের মাধ্যমে এ দেশের ক্রেতা সাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন তথা সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top