skip to Main Content
ওয়ালটনের ‘মেড ইন বাংলাদেশ’ স্মার্টফোন

আমাদের অনেকের মধ্যেই দেশীয় পণ্য ব্যবহার করার ইচ্ছা রয়েছে। তবু বাধ্য হয়েই অনেক সময় বিদেশের পণ্য ব্যবহার করতে হয়। এর কারণ হচ্ছে আমাদের দেশে ওই পণ্য উৎপাদন না হওয়া। ইলেকট্রিক বা ইলেকট্রনিক জিনিসপত্রের ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি পণ্যের উপর নির্ভরশীল বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে। আমাদের মধ্যে কেউ কেউ মোবাইল ফোনের ক্ষেত্রে ফিনল্যান্ডের নকিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার সামস্যাংয়ের ওপর নির্ভর করে থাকি।
এবার ফোর-জি নেটওয়ার্ক সমর্থিত ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ যুক্ত স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। এতে ফুল-ভিউ ডিসপ্লে প্রযুক্তি রয়েছে। প্রিমো জিএফ ৭ মডেলের এ স্মার্টফোনটির দাম পড়বে ৫ হাজার ৯৯৯ টাকা। এটি ৫.৩৪ ইঞ্চি মাপের।
এ স্মার্টফোনে রয়েছে ১.২৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক জিবি ডিডিআর ৩ র্যাম, মালি-টি ৭২০ গ্রাফিকস এবং ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।
স্মার্টফোনের উভয় পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এটি অ্যান্ড্রয়েডচালিত। ফোনটিতে ২৭০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি যুক্ত করা হয়েছে। এ ছাড়া একসঙ্গে দুটি সিম ব্যবহার করা যাবে।
কানেকটিভিটির জন্য স্মার্ট ফোনটিতে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি সুবিধা, জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি, এক্সিলারোমিটার (থ্রিডি), লাইট ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক। তা ছাড়া এতে পাওয়া যাবে রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও।
ওয়ালটন ফোনের বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি। এ ফোনের গ্রাহকেরা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে সেটি বদলে নতুন ফোন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top