skip to Main Content
গর্ভবতী অবস্থায় সেলফ-ট্যানার কতটা নিরাপদ?

ক্যানভাস ডেস্ক

গর্ভবতী অবস্থায় কোন কাজ কতটা নিরাপদ, কোনটা অনিরাপদ– এ নিয়ে এ সময়ের সচেতন নারীরা হরদমই গুগল করেন। রূপচর্চার বিষয়আশয়ও বাদ পড়ে না তা থেকে।

প্রেগনেন্সির কালে সেলফ-ট্যানার ব্যবহার কতটা নিরাপদ– এই প্রশ্নও উঁকি দেয় অনেকের মনে। কী বলেন ডার্মাটলজিস্টরা?

নিউইয়র্কভিত্তিক ডার্মাটলজিস্ট ম্যারিনা পেরেডো বলেন, ‘গর্ভবতী অবস্থায় সেলফ-ট্যানিং ক্রিম ও লোশন ব্যবহার সার্বিকভাবে নিরাপদ মনে করা হলেও স্প্রে ট্যান এড়িয়ে চলাই উত্তম; কেননা, নিশ্বাসের সঙ্গে স্প্রে মিশে গেলে এটির সক্রিয় উপাদান ডিহাইড্রোক্সিয়েকটোনের (ডিএইচএ) প্রভাব পড়তে পারে।’

প্রতীকী ছবি: গেটি ইমেজ

তিনি আরও বলেন, ‘ডিএইচএ একটি ননটক্সিক পদার্থ, যা কি না ত্বকের বাহ্যিক অংশে প্রভাব ফেলে। শরীর একে শোষণ করে নেয় না; ফলে গর্ভে থাকা সন্তানের ক্ষতি হয় না। তবু ফেক-ট্যানিং প্রোডাক্ট এ সময়ে পরিহার করাই শ্রেয়। কেননা, প্রেগনেন্সির সময় হরমোনাল পরিবর্তন ঘটার কারণে কারও কারও মধ্যে অ্যালার্জির সংক্রমণ ঘটাতে পারে এটি।’

তবে একান্তই যদি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

  • সূত্র: নিউ বিউটি ম্যাগাজিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top