skip to Main Content
জামদানি উৎসবের সমাপনী

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৬ সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসব। এটি সমাপন হয়েছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের প্রদর্শনালয়ে। এই উপলক্ষে ১২ অক্টোবর শনিবার বিকেল ৫টায় জামদানি বয়নশিল্পীদের সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়নশিল্পীদের হাতে সনদ তুলে দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। আয়োজনে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটসচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম, উৎসবের কিউরেটর চন্দ্র শেখর সাহা, বাংলাদেশ কারুশিল্প পরিষদের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি রুবী গজনভী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ সাইফুর রহমান।

জামদানি উৎসব আয়োজনের মূল অনুষঙ্গ হিসেবে World Crafts Council -এর কাছে নারায়ণগঞ্জ জেলার সোনাগাঁকে World Crafts City-র মর্যাদাদানের আবেদন করা হয়। এ লক্ষ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে World Crafts Council-এর বিচারক দল বাংলাদেশ ঘুরে যায়। এর ফলে জামদানিশিল্পের পীঠস্থান হিসেবে সোনারগাঁর সুনাম ও কৃতিত্ব বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top