skip to Main Content
দেশি বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন

সাধের সঙ্গে সাধ্যের সমন্বয় ঘটে না অনেকেরই। যেমন ধরুন, খুব সুন্দর ও ভালো ফিচারের একটি স্মার্টফোন আপনার পছন্দ হলো। কিন্তু দোকানে গিয়ে দাম দেখে জায়গার জিনিস জায়গায় রেখে ফিরে আসতে হয়। সাধ ও সাধ্যের কথা মাথায় রেখেই স্যামসাং নিয়ে এসেছে মাঝারি বাজেটের স্মার্টফোন।
দেশের বাজারে ‘গ্যালাক্সি জে৮’ নামের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং। স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি জে৮-এ থাকছে ফ্ল্যাগশিপ ডিজাইনের নানা ফিচার।
এতে আছে স্যামসাংয়ের বেজেল লেস ইনফিনিটি ডিসপ্লে। এর স্ক্রিন ৬ ইঞ্চি পুরু। গ্যালাক্সি জে৮- এর সুপার অ্যামোলেড এইচডি প্লাস স্ক্রিনের রেশিও ১৮.৫: ৯। তা ছাড়া আছে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা। আছে অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ এবং লাইভ ফোকাস মোড। এর ফ্রন্ট ক্যামেরায় আছে সেলফি ফোকাস এবং এআর স্টিকার মোড।
এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ১.৮ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি মেমোরি। যা মাইক্রো এ ছাড়া ব্যবহৃত হয়েছে ৩৫০০ এমএএইচ ব্যাটারি। সিকিউরিটি ফিচার হিসেবে গ্যালাক্সি জে৮-এ আছে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি, সিকিউর ফোল্ডার সিস্টেম এবং ফেস রিকগনিশন আনলক ফিচার।
স্যামসাং মোবাইলের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে জে সিরিজ। গ্যালাক্সি জে৮-এ ফ্ল্যাগশিপ ডিভাইসের অনেক ফিচার এসেছে। জানা গেছে এর দাম পড়বে ২৯ হাজার ৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top