skip to Main Content
দেশের বাজারে স্যামসাংয়ের গেমিং মনিটর

বেজেলবিহীন ডিজাইন ও আইপিএস প্যানেলে দেশের বাজারে ২২ ইঞ্চি ফ্ল্যাট এন্ট্রি-লেভেল গেমিং মনিটর ‘এলএস২২আর৩৫০’(LS22R350) উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। মনিটরটির বাজার মূল্য ১০,৫০০ টাকা।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডুয়াল মনিটর সেটআপে স্ক্রিনের তিন দিকেই বেজেলবিহীন ডিজাইন, সাথে ওয়াই আকৃতির স্ট্যান্ড মনিটরট আছে। মনিটরটির ৭৫ হার্টজের রিফ্রেশ রেট দেবে আরও ঝকঝকে ছবি; ডিসপ্লেতে সবকিছু দেখাবে নিখুঁত ও উজ্জ্বল। কোনো ধরণের মনিটর ল্যাগ বা গোস্টিং এফেক্ট ছাড়াই এর রিফ্রেশ রেট বিনোদনে অসাধারণ অভিজ্ঞতা দেবে। মনিটরটিতে স্ক্রিন টিয়ারিং ও স্টাটারিং কমিয়ে আনতে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেট সমন্বয় করবে এএমডি রেডিয়ন ফ্রিসিঙ্ক। কোনো বাধা ছাড়াই যা ব্যবহারকারীদের মুভি দেখার কিংবা গেম খেলার উন্নত অভিজ্ঞতা দেবে এবং দ্রুততম অ্যাকশন দৃশ্যকে করে তুলবে হবে আরও ঝকঝকে। এ ছাড়া, এর কালার সেটিং ও ইমেজ কন্ট্রাস্ট দৃশ্যকে করবে আরও উজ্জ্বল। তাই অন্ধকারে লুকিয়ে থাকা শত্রুও সহজে দেখতে পাবেন গেমাররা। মনিটরটির গেম মোডের কারণে যেকোনো গেম নিখুঁত ডিটেইল সহ স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এ মনিটরের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর উন্নত প্রযুক্তির আই কমফোর্ট প্রযুক্তি, যা চোখের অস্বস্তি কমিয়ে আনবে এবং অনেকক্ষণ কম্পিউটারে কাজ করাকে সহজ করে তুলবে। এর ফ্লিকার-ফ্রি টেকনোলজি ক্লান্তিকর ও বিরক্তিকর স্ক্রিন ফ্লিকার দূর করে এবং আই সেভার মোড নীল আলোর নিঃসরণ কমায়। মনিটরটির সহজ ব্যবহারে এইচডিএমআই এবং ডি-সাব পোর্টের মাধ্যমে অনেকগুলো ডিভাইস সরাসরি এর সাথে যুক্ত করা যাবে। মনিটরটি সহজে দেয়ালেও লাগানো যাবে।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘ব্যবহারকারীর জীবনযাত্রার চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় এ মনিটরটি ডিজাইন করা হয়েছে, যা তাদের মনিটরে কন্টেন্ট উপভোগে নতুন মাত্রা যুক্ত করবে। মনিটরটির উদ্ভাবনী ফিচার ব্যবহারকারীর চোখের অস্বস্তি হ্রাস করবে; যার ফলে, গেমার ও দীর্ঘসময় কম্পিউটার ব্যবহারকারী এবং যারা বাসায় থেকে কাজ করছেন, তারা এ মনিটর ব্যবহারের পাবেন আরামদায়ক ও উন্নত অভিজ্ঞতা। অসাধারণ অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে গেমারদের গেম খেলার অভিজ্ঞতাকে পরবর্তী স্তরে নিয়ে যাবে এ মনিটর।’

দেশের বাজারে এ মনিটরটি নিয়ে এসেছে স্যামসাং- এর দেশীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেড। মনিটরটি আইটি মার্কেট এবং ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top