skip to Main Content
নিলামে বিক্রি হলো নাইকির ‘চাঁদের জুতা’

নাইকির ‘চাঁদের জুতা’-এর মূল্য ভেঙে দিল অতীতের সব রেকর্ড। নিলামে বিক্রি হলো ৪ লাখ ৩৭ হাজার ৫০০ ডলারে। নাইকির সহ-প্রতিষ্ঠাতা বিল বোয়ারম্যান ১৯৭২ সালের অলিম্পিক ট্রায়ালের রানার্সদের জন্য ফ্ল্যাট রেসে এ ধরনের জুতার নকশা করেছিলেন। তখন এ নকশায় ১২ জোড়া জুতা তৈরি হয়েছিল। তার মধ্যে এক জোড়াই অবশিষ্ট ছিল। ২৩ জুলাই মঙ্গলবার ওই এক জোড়া নিলামে ওঠে। কানাডিয়ান সংগ্রাহক মাইলস নাদাল অনলাইন নিলামের মাধ্যমে নাইকির চাঁদের জুতা কিনেছেন। তিনি বলেন, ‘আমি অত্যন্ত রোমাঞ্চ অনুভব করছি নাইকির এই “চাঁদের জুতা” কিনতে পেরে, নাইকির তৈরি বিরলতম জুতাগুলোর মধ্যে অন্যতম এই জুতা। পাশাপাশি এর ওপর ক্রীড়া ইতিহাসের বেশ কিছু কলাকৌশলও আছে, আর সবচেয়ে বড় কথা এর সঙ্গে জড়িয়ে আছে পপ সংস্কৃতি।

নাদালের বয়স ৬১ বছর। টরন্টোতে নিজের ব্যক্তিগত সংগ্রহশালায় এই চাঁদের জুতা প্রদর্শন করে রাখবেন তিনি।

নিলামকারী সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এর আগে ১৯৮৪ সালের অলিম্পিক বাস্কেটবল ফাইনালে ব্যবহৃত মাইকেল জর্ডানের স্বাক্ষর করা নাইকির জুতা ২০১৭ সালে বিক্রি হয়েছিল ১ লাখ ৯০ হাজার ৩৭৩ ডলারে। কিন্তু এবারের এ নাইকির জুতা সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top