skip to Main Content
বাংলাদেশের ফল জামরুল

জামরুল সাদা ও মেরুন বর্ণের। বারি জামরুল-১, বারি জামরুল-২, বাউজামরুল-১, বাউজামরুল-২ ও বাউজামরুল-৩। এটি উচ্চফলনশীল জাত। এটি ক্যারোটিন ও ভিটামিন বি-২ সমৃদ্ধ ফল। এটা বহুমূত্র রোগীর তৃষ্ণা নিবারণে উপকারী। বাংলাদেশের সর্বত্র উৎপাদন হয়। রঙিন জামরুল দিয়ে জ্যাম, জেলি তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top